জুন ০২, ২০২২ ১৭:৪৭ Asia/Dhaka
  • ইরানে ২ বছর পর শূন্যে নামল করোনায় মৃত্যু

ইরানে গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়ে কারও মৃত্যু হয়নি। গত দুই বছর তিন মাস দশ দিনের মধ্যে এই প্রথম মৃত্যুশূন্য কোনো দিন দেখল ইরান।

তবে গত ২৪ ঘণ্টায় নতুন ১৭৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৩৪ জনকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে।

 আজ (বৃহস্পতিবার) ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদন সূত্রে এসব তথ্য জানা গেছে।

গত কয়েক মাস ধরেই ইরানে ধীরে ধীরে করোনায় মৃত্যু কমছে। দেশটিতে এ পর্যন্ত করোনায় সংক্রমিত মোট এক লাখ ৪১ হাজার ৩১৮ জনের মৃত্যু হয়েছে।

ইরান করোনার টিকা দেওয়ার ক্ষেত্রে অগ্রগামী একটি দেশ। নিজেদের তৈরি টিকার পাশাপাশি বিদেশি টিকাও দেওয়া হচ্ছে এখানে।

পাশ্চাত্যের নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান করোনা নিয়ন্ত্রণে সাফল্য দেখানোয় বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে।#

পার্সটুডে/এসএ/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ