অতি সামান্য বিষয় নিয়ে পশ্চিমারা হৈ চৈ শুরু করেছে: গরিবাবাদি
(last modified Wed, 08 Jun 2022 02:09:29 GMT )
জুন ০৮, ২০২২ ০৮:০৯ Asia/Dhaka
  • ইরানের বিচার বিভাগের আন্তর্জাতিক বিষয়ক উপ প্রধান কাজেম গরিবাবাদি
    ইরানের বিচার বিভাগের আন্তর্জাতিক বিষয়ক উপ প্রধান কাজেম গরিবাবাদি

ইরানের বিচার বিভাগের আন্তর্জাতিক বিষয়ক উপ প্রধান কাজেম গরিবাবাদি বলেছেন, আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসি ইরানের পরমাণু কর্মসূচির ব্যাপারে চরম রাজনৈতিক একপেশে অবস্থান নিয়েছেন এবং এ বিষয়টি এখন সবার কাছে স্পষ্ট। তিনি আরো বলেছেন, গ্রোসি ইরানের তিনটি স্থানে ইউরেনিয়ামের অস্তিত্ব খুঁজে পাওয়ার যে দাবি করেছেন তা ছিল ‘নিতান্তই সামান্য’ অথচ বিষয়টিকে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করে তোলা হয়েছে।

বিচার বিভাগের দায়িত্ব পাওয়ার আগে গরিবাবাদি আইএইএ’তে ইরানের স্থায়ী প্রতিনিধি ছিলেন।

গতকাল (মঙ্গলবার) আইএইএ’র নির্বাহী বোর্ডের সভায় আমেরিকাসহ চার পশ্চিমা দেশ ইরানবিরোধী একটি প্রস্তাব উত্থাপনের পর এক টেলিভিশন টকশোতে গরিবাবাদি এ বক্তব্য দেন। ভিয়েনায় আইএইএ’র সদরদপ্তরে উত্থাপিত ওই প্রস্তাবে গ্রোসির বরাত দিয়ে দাবি করা হয়েছে, ইরানের তিনটি অঘোষিত স্থাপনায় ইউরেনিয়ামের অস্তিত্ব পাওয়া গেছে এবং এ ব্যাপারে তেহরান কোনো সদুত্তর দিতে পারেনি।

মঙ্গলবার রাতে একক টেলিশিন টকশোতে কথা বলেন গারিবাবাদি

এ সম্পর্কে গরিবাবাদি বলেন, ইরানের সকল পরমাণু কর্মসূচি সব সময় স্বচ্ছ ছিল এবং তেহরান প্রতিটি ক্ষেত্রে আইএইএ’র সকল প্রশ্নের উপযুক্ত জবাব দিয়েছে। তিনি গ্রোসির প্রতিবেদনের সমালোচনা করে বলেন, ইরানের একটি বা দু’টি স্থানে অতি সামান্য যে ইউরেনিয়াম পাওয়া গেছে সে ব্যাপারে তেহরান আইএইএ’কে সুস্পষ্ট ব্যাখ্যা প্রদান করা সত্ত্বেও গ্রোসি এ সম্পর্কে নেতিবাচক প্রতিবেদন দিয়েছেন।

গরিবাবাদি বলেন, ইরান যে আইএইএ’কে সব রকম সহযোগিতা করে যাচ্ছে এবং সংস্থাটি ঘন ঘন ইরানের পরমাণু স্থাপনাগুলো পরিদর্শন করছে সে সম্পর্কে কথা ছিল গ্রোসি তার প্রতিবেদনে ইতিবাচক দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন। কিন্তু তিনি তা করেননি।#

পার্সটুডে/এমএমআই/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।