প্রমাণ হলো প্রতিশোধমূলক পদক্ষেপ হচ্ছে স্বার্থ রক্ষা করার সর্বোত্তম উপায়
https://parstoday.ir/bn/news/iran-i109040-প্রমাণ_হলো_প্রতিশোধমূলক_পদক্ষেপ_হচ্ছে_স্বার্থ_রক্ষা_করার_সর্বোত্তম_উপায়
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন, গ্রিসের পানিসীমা থেকে ইসলামী প্রজাতন্ত্র ইরানের তেলবাহী ট্যাংকার আটকের ঘটনায় আবারো প্রমাণ হলো, শত্রুর বলদর্পিতার বিরুদ্ধে প্রতিশোধমূলক পদক্ষেপই হচ্ছে দেশের স্বার্থ রক্ষা করার সবচেয়ে ভালো উপায়।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ১০, ২০২২ ০৮:৫৪ Asia/Dhaka
  • আলী শামখানি
    আলী শামখানি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন, গ্রিসের পানিসীমা থেকে ইসলামী প্রজাতন্ত্র ইরানের তেলবাহী ট্যাংকার আটকের ঘটনায় আবারো প্রমাণ হলো, শত্রুর বলদর্পিতার বিরুদ্ধে প্রতিশোধমূলক পদক্ষেপই হচ্ছে দেশের স্বার্থ রক্ষা করার সবচেয়ে ভালো উপায়।

গ্রিসের আদালত ইরানের আটক তেলবাহী জাহাজ ছেড়ে দিতে এবং জাহাজের সমস্ত তেল ইরানের কাছে ফেরত দেয়ার নির্দেশ দেয়ার পর আলী শামখানি গতকাল (বৃহস্পতিবার) টুইটারে দেয়া পোস্টে এই মন্তব্য করেন।

ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি পারস্য উপসাগর থেকে গ্রিসের দুটি তেলবাহী জাহাজ আটক করার পর ইরানের ব্যাপারে এথেন্সের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আসে। শামখানি বলেন, এর মাধ্যমে এটি প্রমাণ হয়েছে যে, বলদর্পী শক্তিগুলো থেকে দেশের জনগণের অধিকার রক্ষা করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে প্রতিশোধমূলক পদক্ষেপ।

গ্রিসের দুটি তেলবাহী জাহাজ আটক করে ইরান

গত মাসের শেষ দিকে গ্রিসের পানিসীমা থেকে ইরানের তেলবাহী জাহাজটি আটক করা হয়। জাহাজে এক লাখ টন তেল ছিল। আমেরিকার নির্দেশে ইরানের জাহাজ থেকে তেল খালাস করে অন্য একটি জাহাজে স্থানান্তর করা হয়। এর কয়েকদিন পর পারস্য উপসাগরের পানিসীমা থেকে গ্রিসের দুটি তেলবাহী জাহাজ আটক করে ইরান।#

পার্সটুডে/এসআইবি/১০