ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো দুই দিনের সফরে ইরান এসেছেন
https://parstoday.ir/bn/news/iran-i109060-ভেনিজুয়েলার_প্রেসিডেন্ট_মাদুরো_দুই_দিনের_সফরে_ইরান_এসেছেন
ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দুই দিনের সফরে ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাজধানী তেহরানে এসে পৌঁছেছেন। এ সফরে তিনি ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি এবং সরকারের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
জুন ১০, ২০২২ ১৯:১৮ Asia/Dhaka
  • তেহরান পৌঁছেছেন নিকোলাস মাদুরো
    তেহরান পৌঁছেছেন নিকোলাস মাদুরো

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দুই দিনের সফরে ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাজধানী তেহরানে এসে পৌঁছেছেন। এ সফরে তিনি ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি এবং সরকারের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসির আমন্ত্রণে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো আজ (শুক্রবার) তেহরান এসে পৌঁছান। তিনি একটি উচ্চ পর্যায়ের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। ইরান সফরের সময় প্রেসিডেন্ট মাদুরো দু দেশের উচ্চ পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদের একটি বৈঠকে যোগ দেবেন।

মাদুরোকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়

ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং ভেনিজুয়েলা বলদর্পী মার্কিন সরকারের অর্থনৈতিক নিষেধাজ্ঞার মুখে রয়েছে। মার্কিন নিষেধাজ্ঞার কারণে কিছুদিন আগে ভেনিজুয়েলা মারাত্মকভাবে জ্বালানি তেলের সংকটে পড়ে। তখন ইরান কয়েকটি জাহাজে করে ভেনিজুয়েলায় তেল পাঠিয়েছিল।

বহুদিন  ধরে আমেরিকা ভেনিজুয়েলায় সরকার পরিবর্তনের ষড়যন্ত্র করে আসছে। এজন্য ওয়াশিংটন গণতন্ত্র প্রতিষ্ঠার অজুহাত দিচ্ছে এবং ভেনিজুয়েলার বিরোধীদলকে ষড়যন্ত্র বাস্তবায়নের হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে।#

পার্সটুডে/এসআইবি/১০