৪ বছর পর আবার তেহরান-রোম ফ্লাইট চালু হচ্ছে
https://parstoday.ir/bn/news/iran-i109662-৪_বছর_পর_আবার_তেহরান_রোম_ফ্লাইট_চালু_হচ্ছে
চার বছর স্থগিত থাকার পর ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রীয় বিমান সংস্থা ইরান এয়ার আবারো তেহরান-রোম ফ্লাইট চালু করতে যাচ্ছে। ইরান এবং ইতালি বিমান কর্তৃপক্ষের মধ্যে নতুন একটি চুক্তির আওতায় এই পদক্ষেপ নেয়া হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ২৪, ২০২২ ১১:১৩ Asia/Dhaka
  • ইরান এয়ারের একটি বিমান
    ইরান এয়ারের একটি বিমান

চার বছর স্থগিত থাকার পর ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রীয় বিমান সংস্থা ইরান এয়ার আবারো তেহরান-রোম ফ্লাইট চালু করতে যাচ্ছে। ইরান এবং ইতালি বিমান কর্তৃপক্ষের মধ্যে নতুন একটি চুক্তির আওতায় এই পদক্ষেপ নেয়া হয়েছে।

ইরানের সরকারি কর্মকর্তারা রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে বলেছেন, আগামী ১৪ জুলাই থেকে ইরান এয়ারের তেহরান-রোম ফ্লাইট চালু হবে।

ইরান এয়ারের লন্ডন অফিস জানিয়েছে, নতুন রুটে বিমান চলাচলের বিষয়টি চূড়ান্ত করা হয়েছে। ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রধান মোহাম্মদ মোহাম্মাদি বাকশ এবং ইতালি কর্তৃপক্ষের প্রধান আলেসিও কুয়ারান্তার মধ্যে বৈঠকে বিষয়টি চূড়ান্ত করা হয়।

খবরে বলা হয়েছে, মোহাম্মদ বাকশ এবং কোয়ারান্তা ইরান ও ইতালির মধ্যে বিমান চলাচল বিষয়ক নতুন সহযোগিতা চুক্তি সই করেছেন যাতে দু'দেশের মধ্যে বিমানের ফ্লাইট পরিচালনা বাড়ানোর ওপর জোর দেয়া হয়েছে। এতে দুই দেশের পর্যটন এবং অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী হবে বলে উল্লেখ করা হয়। নতুন চুক্তির অধীনে ইরান এয়ার ইতালিতে বিমানের ফ্লাইট বাড়াবে।#

পার্সটুডে/এসআইবি/২৪