তুম্বে বুজুর্গ, তুম্বে কুচেক এবং বু মুসা দ্বীপপুঞ্জ ইরানের অবিচ্ছেদ্য অংশ: বাকায়ি
-
• ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি
পার্সটুডে- ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ এবং যুক্তরাজ্যের যৌথ বিবৃতিতে ইরানের আঞ্চলিক অখণ্ডতার বিরুদ্ধে ভিত্তিহীন দাবি প্রত্যাখ্যান করেছেন।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি পারস্য উপসাগরে অবস্থিত তিনটি ইরানি দ্বীপপুঞ্জ সম্পর্কে পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের যৌথ বিবৃতিতে করা ভিত্তিহীন দাবি প্রত্যাখ্যান করে জোর দিয়ে বলেছেন, তুম্বে বুজুর্গ, তুম্বে কুচেক এবং বু মুসা দ্বীপপুঞ্জ ইরানের অবিচ্ছেদ্য অংশ। পার্সটুডে জানিয়েছে, বাকায়ি বলেছেন: এই দ্বীপপুঞ্জগুলো ইরানের ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ ছিল এবং থাকবে। তাই রাজনৈতিক বিবৃতিতে ভিত্তিহীন দাবি পুনরাবৃত্তি করলে কোনও ভৌগোলিক, ঐতিহাসিক এবং আইনি বাস্তবতা পরিবর্তন হয়ে যায় না।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র, উপরোক্ত বিবৃতিতে থাকা হস্তক্ষেপমূলক বক্তব্য প্রত্যাখ্যান করে বলেছেন: "ইসলামী প্রজাতন্ত্র ইরান এই ইরানি দ্বীপপুঞ্জের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এবং তাদের সীমান্তের মধ্যে দেশের স্বার্থ রক্ষা করার জন্য প্রয়োজনীয় যেকোনো পদক্ষেপ নেবে।" বাকায়ি আরও বলেন: "তেহরান আশা করে পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ ভিত্তিহীন দাবির পুনরাবৃত্তি না করে এবং পারস্য উপসাগরীয় অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টিকারী পদক্ষেপ না নিয়ে বরং এই অঞ্চলের দেশগুলির মধ্যে বোঝাপড়া এবং পারস্পরিক বিশ্বাসকে শক্তিশালী করার জন্য সহযোগিতা বিকাশের প্রচেষ্টা জোরদার করবে। #
পার্সটুডে/এমআরএইচ/২৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।