পশ্চিমা দেশগুলো বাস্তববাদী হলেই কেবল চুক্তি সম্ভব হবে: ইরান
(last modified Tue, 28 Jun 2022 00:04:53 GMT )
জুন ২৮, ২০২২ ০৬:০৪ Asia/Dhaka
  • তুরস্ক সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান
    তুরস্ক সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান

তুরস্ক সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, আমেরিকা ও তিন ইউরোপীয় দেশ বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গি গ্রহণ করলেই পাশ্চাত্যের সঙ্গে চলমান আলোচনায় একটি চুক্তি সই করা সম্ভব হবে। তিনি সোমবার বিকেলে আঙ্কারায় তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লুর সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন।

বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে আব্দুল্লাহিয়ান বলেন, ইউরোপীয় ইউনিয়ন বা ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেলের সাম্প্রতিক তেহরান সফর এবং পাশ্চাত্যের সঙ্গে নতুন করে শুরু হতে যাওয়া আলোচনা প্রসঙ্গে তিনি চাভুসওগ্লুর সঙ্গে আলাপ করেছেন।

তিনি তুর্কি পররাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন, ইরানের পক্ষ থেকে পাশ্চাত্যের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরের সর্বোচ্চ সদিচ্ছা রয়েছে। এখন পশ্চিমা দেশগুলো আন্তরিকতা দেখালেই তাদের সঙ্গে চুক্তি সম্ভব হবে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী সোমবার এমন সময় আঙ্কারা সফর করলেন যখন আজ (মঙ্গলবার) কাতারের রাজধানী দোহায় আমেরিকার সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবন সংক্রান্ত পরোক্ষ আলোচনা শুরু হতে যাচ্ছে।

আঙ্কারায় ইরান ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীদের ফটোসেশন

গত মার্চ মাসে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় স্থগিত হয়ে যাওয়া আলোচনা আবার শুরু করার জন্য ইইউর শীর্ষ কূটনীতিক জোসেপ বোরেল গত শনিবার তেহরান সফর করেন।তার মধ্যস্থতায় গত বছরের এপ্রিল মাস থেকে সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপ অনুষ্ঠিত হচ্ছিল যা গত মার্চ মাসে বন্ধ হয়ে যায়।

আঙ্কারায় তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো শক্তিশালী করার উপায় নিয়েও আলোচনা হয়েছে বলে জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান আঙ্কারা সফর শেষে তুর্কমেনিস্তান যাবেন এবং সেখানে কাস্পিয়ান সাগর তীরবর্তী দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে অংশগ্রহণ করবেন বলে কথা রয়েছে।#

পার্সটুডে/এমএমআই/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ