সহযোগিতা জোরদার করতে ইরানি প্রেসিডেন্টের আহ্বান
https://parstoday.ir/bn/news/iran-i109916-সহযোগিতা_জোরদার_করতে_ইরানি_প্রেসিডেন্টের_আহ্বান
পারস্পরিক সহযোগিতা বাড়ানোর জন্য কাস্পিয়ান সাগরের তীরবর্তী দেশগুলোর প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইবরাহিম রায়িসি।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
জুন ৩০, ২০২২ ০৯:৪২ Asia/Dhaka
  • কাস্পিয়ান সাগর তীরবর্তী দেশগুলোর ষষ্ঠ শীর্ষ সম্মেলনে বক্তৃতা করছেন প্রেসিডেন্ট রায়িসি
    কাস্পিয়ান সাগর তীরবর্তী দেশগুলোর ষষ্ঠ শীর্ষ সম্মেলনে বক্তৃতা করছেন প্রেসিডেন্ট রায়িসি

পারস্পরিক সহযোগিতা বাড়ানোর জন্য কাস্পিয়ান সাগরের তীরবর্তী দেশগুলোর প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইবরাহিম রায়িসি।

গতকাল (বুধবার) তুর্কমেনিস্তানের রাজধানী আশখাবাদে অনুষ্ঠিত কাস্পিয়ান সাগর তীরবর্তী দেশগুলোর ষষ্ঠ শীর্ষ সম্মেলনে দেয়া বক্তৃতায় এ কথা বলেন ইরানের প্রেসিডেন্ট। তিনি বললেন, আন্তর্জাতিক নানা ঘটনার প্রেক্ষাপটে আঞ্চলিক এসব দেশের মধ্যে সম্পর্ক বাড়ানো অপরিহার্য হয়ে পড়েছে।

প্রেসিডেন্ট রায়িসি বলেন, কাস্পিয়ান সাগর তীরবর্তী দেশগুলোর মধ্যে যোগাযোগের এই উদ্যোগ শুধুমাত্র অর্থনৈতিক সমৃদ্ধি আনবে না বরং এই অঞ্চলের দেশগুলোর কল্যাণ বয়ে আনবে এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা জোরদার করবে। পাশাপাশি কাশিয়ান সাগর তীরবর্তী দেশগুলোর মধ্যকার সমস্যা নিজেরাই সমাধান করতে সক্ষম হবে।

সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে বিভিন্ন ক্ষেত্রে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর জন্য যে পদক্ষেপ তুলে ধরা হয়েছে তাকে স্বাগত জানান প্রেসিডেন্ট রায়িসি।

তিনি বলেন, কাস্পিয়ান সাগরকে ‘শান্তি ও বন্ধুত্বের সাগর’ বলে বিবেচনা করে ইরান। তিনি পারস্পরিক সম্মান ও স্বার্থের ভিত্তিতে সদস্য দেশগুলোর মধ্যে ব্যাপকভিত্তিক সহযোগিতা প্রতিষ্ঠার ঘোষণা দেন। একই সঙ্গে তিনি বলেন, এই সাগরের নিরাপত্তা রক্ষার দায়িত্ব তীরবর্তী দেশগুলোর কাঁধে। এ বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান ইরানের প্রেসিডেন্ট।#

পার্সটুডে/এসআইবি/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।