ইরানের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ‘একটি ব্রিটিশ প্রজেক্ট’
(last modified Thu, 07 Jul 2022 22:56:42 GMT )
জুলাই ০৮, ২০২২ ০৪:৫৬ Asia/Dhaka
  • ইরানের মানবাধিকার বিষয়ক সর্বোচ্চ পরিষদের সচিব কাজেম গরিবাবাদি
    ইরানের মানবাধিকার বিষয়ক সর্বোচ্চ পরিষদের সচিব কাজেম গরিবাবাদি

ইরানের মানবাধিকার বিষয়ক সর্বোচ্চ পরিষদের সচিব কাজেম গরিবাবাদি বলেছেন, ইরানের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ একটি ‘ব্রিটিশ প্রজেক্ট’ ছাড়া আর কিছু নয়।

সম্প্রতি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি ইরানের মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে নেতিবাচক প্রতিবেদন জমা দেন। তেহরান ওই প্রতিবেদনের প্রতিবাদ জানায়।তবে ওই প্রতিবেদনের বক্তব্যে সন্তুষ্ট হয় মার্কিন সরকার। হোয়াইট হাউজ ইরানে কথিত মানবাধিকার লঙ্ঘনের প্রতিবেদনকে স্বাগত জানায়।

ইরানের বিচার বিভাগের মানবাধিকার বিষয়ক সর্বোচ্চ পরিষদের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দেশব্যাপী একটি অনলাইন বৈঠক গতকাল গরিবাবাদির দপ্তর থেকে পরিচালনা করা হয়।

অনলাইন বৈঠকে বক্তব্য রাখছেন কাজেম গরিবাবাদি

বৈঠকে ইরানের মানবাধিকার বিষয়ক সর্বোচ্চ এই কর্মকর্তা বলেন, জাতিসংঘের ইরান বিষয়ক বিশেষ প্রতিনিধিরা ব্রিটিশ সরকারের সমর্থনপুষ্ট এবং তাদের বেশিরভাগই লন্ডনের অধিবাসী। এসব প্রতিনিধির দায়িত্ব পালনের মেয়াদ বাড়ানোর ক্ষেত্রে ব্রিটিশ সরকার বিশেষ ভূমিকা পালন করে এবং জাতিসংঘে ইরান বিরোধী প্রস্তাব পাস করার ক্ষেত্রেও লন্ডনের অগ্রণী ভূমিকা থাকে। স্বাভাবিকভাবেই ইরান সংক্রান্ত প্রতিবেদনগুলো ব্রিটিশ সরকারের মদদে হয়ে থাকে।

কাজেম গরিবাবাদি বলেন, পশ্চিমা দেশগুলো এমন সময় ইরানকে মানবাধিকার লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করছে যখন আমেরিকার নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলোর মানবাধিকার লঙ্ঘনের সবচেয়ে বড় শিকার ইরান। তিনি বলেন, ইরানি জনগণের মানবাধিকার লঙ্ঘনের জন্য পশ্চিমারা নিষেধাজ্ঞা ও সন্ত্রাসবাদকে প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।#

পার্সটুডে/এমএমআই/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।