জুলাই ০৮, ২০২২ ১৭:০৬ Asia/Dhaka
  • ঐক্য ও আধ্যাত্মিকতার জন্য বিশ্বে অনুকূল পরিস্থিতি বিরাজ করছে: ইরানের সর্বোচ্চ নেতা

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, ঐক্য ও আধ্যাত্মিকতা হচ্ছে হজের দুই মূল ভিত্তি। এই দুই ভিত্তি একসঙ্গে মুসলিম উম্মাহকে সম্মান-মর্যাদা ও কল্যাণের সর্বোচ্চ শিখরে পৌঁছে দিতে পারে। পবিত্র হজ উপলক্ষে বাণীতে তিনি এ কথা বলেন। সর্বোচ্চ নেতার হজবাণী আজ প্রকাশিত হয়েছে।

হজবাণীতে তিনি আরও বলেছেন, সাম্প্রতিক ইতিহাসে মুসলমানদের শত্রুরা দুই প্রাণসঞ্চারণী সুধা অর্থাৎ ঐক্য ও আধ্যাত্মিকতাকে দুর্বল করতে ব্যাপক চেষ্টা চালিয়েছে। মুসলমানদের শত্রুরা আধ্যাত্মিক-শূণ্যতা ও বস্তুবাদ থেকে উৎসারিত পশ্চিমা লাইফ স্টাইলের বিস্তার ঘটিয়ে আধ্যাত্মিকতাকে দুর্বল করছে এবং ভাষা, বর্ণ, জাতি ও ভৌগোলিক অবস্থানের মতো নানা পার্থক্যকে বড় করে তুলে ধরে ঐক্য ও বন্ধনকে হুমকিগ্রস্ত করছে।

ইরানের সর্বোচ্চ নেতা বলেন, পশ্চিমা সভ্যতার সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান লিবারেলিজম ও কমিউনিজম এখন তাদের একশ ও পঞ্চাশ বছর আগের সেই গুরুত্ব হারিয়ে ফেলেছে। পশ্চিমা অর্থ-কড়ি ভিত্তিক গণতন্ত্রের গ্রহণযোগ্যতা এখন গুরুতর প্রশ্নের সম্মুখীন এবং পশ্চিমা চিন্তাবিদরা এটা স্বীকার করছেন যে, তারা তাত্ত্বিক ও প্রায়োগিক বিশৃঙ্খলায় ভুগছেন।

হজবাণীতে তিনি আরও বলেছেন, ইসলামি আত্ম-সচেতনতা মুসলিম বিশ্বে এক বিস্ময়ের জন্ম দিয়েছে, যা মোকাবেলা করতে গিয়ে দাম্ভিক শক্তিগুলো হিমশিম খাচ্ছে। আর এর নাম হলো প্রতিরোধ এবং এর সারবত্তা হলো ঈমান, জিহাদ ও আল্লাহর ওপর আস্থা থেকে উৎসারিত শক্তির প্রকাশ। ফিলিস্তিন হচ্ছে প্রতিরোধ নামক বিস্ময়ের প্রকাশস্থল যা ইহুদিবাদী ইসাইলকে আক্রমণাত্মক অবস্থান থেকে আত্মরক্ষামূলক অবস্থানে যেতে বাধ্য করেছে এবং নানা সংকটে জর্জরিত করেছে। লেবানন, ইরাক ও ইয়েমেনেও প্রতিরোধের নানা উজ্জ্বল দৃষ্টান্ত স্পষ্ট।

আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেন, মুসলিম বিশ্বকে সচেতনতা ও কল্যাণের পথ থেকে বিচ্যুত করতে আমেরিকা মিডিয়া সাম্রাজ্যকে ব্যবহার করছে, যুদ্ধ বাধাচ্ছে ও প্রলোভন দেখাচ্ছে। এ ক্ষেত্রে ইহুদিবাদী ইসরাইলও একটি হাতিয়ার হিসেবে কাজ করছে। সাম্রাজ্যবাদী পাশ্চাত্য আমাদের অঞ্চলে এবং সাম্প্রতিক সময়ে বিশ্বব্যাপী দুর্বলতর হয়েছে। আমেরিকা ও তার অপরাধযজ্ঞের সহযোগী ইহুদিবাদের ব্যর্থতা এখন ফিলিস্তিন, লেবানন, সিরিয়া, ইরাক, ইয়েমেন ও আফগানিস্তানে সুস্পষ্ট।#

পার্সটুডে/এসএ/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ