কথিত আরব ন্যাটোর ভাগ্যে কী আছে তা সহজেই অনুমান করা যায়: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i110434-কথিত_আরব_ন্যাটোর_ভাগ্যে_কী_আছে_তা_সহজেই_অনুমান_করা_যায়_ইরান
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির সিনিয়র কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদুল্লাহ জাভানি বলেছেন, ইহুদিবাদী ইসরাইল ও কয়েকটি আরব দেশকে নিয়ে কথিত আঞ্চলিক প্রতিরক্ষা জোট গঠনের যে পরিকল্পনা আমেরিকা করেছে তা অতীতের মতোই প্রতিরোধ অক্ষের মোকাবিলায় ব্যর্থ হবে।মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আসন্ন পশ্চিম এশিয়া সফরের প্রতি ইঙ্গিত করে এ মন্তব্য করেছেন ব্রিগেডিয়ার জেনারেল জাভানি।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
জুলাই ১২, ২০২২ ০৬:০২ Asia/Dhaka
  • আইআরজিসির সিনিয়র কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদুল্লাহ জাভানি
    আইআরজিসির সিনিয়র কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদুল্লাহ জাভানি

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির সিনিয়র কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদুল্লাহ জাভানি বলেছেন, ইহুদিবাদী ইসরাইল ও কয়েকটি আরব দেশকে নিয়ে কথিত আঞ্চলিক প্রতিরক্ষা জোট গঠনের যে পরিকল্পনা আমেরিকা করেছে তা অতীতের মতোই প্রতিরোধ অক্ষের মোকাবিলায় ব্যর্থ হবে।মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আসন্ন পশ্চিম এশিয়া সফরের প্রতি ইঙ্গিত করে এ মন্তব্য করেছেন ব্রিগেডিয়ার জেনারেল জাভানি।

জো বাইডেন শিগগিরই ইহুদিবাদী ইসরাইল ও সৌদি আরব সফর করবেন বলে পশ্চিমা গণমাধ্যমে জোর প্রচার চলছে। এ সফরে তিনি কথিত ‘ইরান-হুমকি’ মোকাবিলা করার জন্য ইসরাইল ও কয়েকটি আরব দেশকে নিয়ে একটি আঞ্চলিক নিরাপত্তা জোট গঠন করবেন বলে ব্যাপকভাবে বলা হচ্ছে। পরিকল্পিত জোটকে ‘আরব ন্যাটো’ বলে উচ্ছ্বাস প্রকাশ করেছে তেল আবিবের সমর্থন গণমাধ্যমগুলো। তবে বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং বেশ কয়েকটি আরব দেশ এই পরিকল্পনার বিরোধিতা করে বলেছে, তারা ইসরাইলের সঙ্গে এরকম কোনো জোটে জড়াতে চায় না।

আইআরজিসি’র সিনিয়র কমান্ডার জাভানি বলেন, “আমেরিকা, ইহুদিবাদী ইসরাইল ও সৌদি আরব যখন তাদের শক্তিমত্তার শীর্ষে অবস্থান করছিল তখনই তারা প্রতিরোধ অক্ষ ও ইরানের বিরুদ্ধে যে জোট গঠন করেছে তা ব্যর্থতা ছাড়া আর কিছু দিত পারেনি।” তিনি বলেন, “অসহায় ইয়েমেনের বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের বহু দেশকে নিয়ে সৌদি আরব যে জোট গঠন করেছিল তাকে এক্ষেত্রে উদাহরণ হিসেবে উল্লেখ করা যায়।ইয়েমেনে ওই জোট অপমানজনক পরাজয়ের স্বাদ পেয়েছে।”

ইরানের সর্বোচ্চ নিরাপত্তা উচ্চ পরিষদের সচিব আলী শামখানি

তিনি আরেকটি উদাহরণ হিসেবে সিরিয়ার বাশার আল-আসাদ সরকারের পতন ঘটানোর লক্ষ্যে আমেরিকা, সৌদি আরব এবং ‘প্রায় ১০০টি ইউরোপীয় ও আঞ্চলিক’ দেশের সমন্বয়ে গঠিত জোটের কথা উল্লেখ করেন। জেনারেল জাভানি বলেন, বিগত এক দশকে এই জোট কয়েক ট্রিলিয়ন ডলার খবর করা সত্ত্বেও সবার চোখের সামনে চরম ব্যর্থতার সম্মুখীন হয়েছে। আর আজ ইরানের নেতৃত্বাধীন প্রতিরোধ অক্ষ অতীতের যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে।

আইআরজিসির এই কমান্ডার বলেন, “কাজেই কথিত আরব ন্যাটো জোটের ভাগ্যে কী আছে তা সহজেই অনুমান করা যায়। প্রতিরোধ অক্ষ ও ইসলামি প্রজাতন্ত্র ইরানের মোকাবিলায় অতীতের জোটগুলোর তুলনায় এবারের জোট হবে অনেক বেশি দুর্বল ও অকার্যকর।” তিনি বলেন, পশ্চিম এশিয়া অঞ্চলের ঘটনাপ্রবাহের গতিপ্রকৃতি থেকে একথা সহজেই অনুমেয় যে, ইহুদিবাদী ইসরাইলের ধ্বংসের মাধ্যমে আমেরিকা এ অঞ্চল ছেড়ে চিরতরে পাততাড়ি গুটাতে বাধ্য হবে।

এর আগে ইরানের সর্বোচ্চ নিরাপত্তা উচ্চ পরিষদ রোববার এক টুইটার বার্তায় আমেরিকার নেতৃত্বে ইসরাইল ও সৌদি আরবসহ কয়েকটি আঞ্চলিক দেশকে নিয়ে সামরিক জোট গঠনের প্রচেষ্টার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, ইরানের নিরাপত্তাকে বিন্দুমাত্র ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হলে তার ভয়ানক জবাব দেয়া হবে।#

পার্সটুডে/এমএমআই/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।