গাদিরে খুমের ঘটনা মুসলিম উম্মাহর রোডম্যাপ: তেহরানের জুমার খতিব
https://parstoday.ir/bn/news/iran-i110604-গাদিরে_খুমের_ঘটনা_মুসলিম_উম্মাহর_রোডম্যাপ_তেহরানের_জুমার_খতিব
ইরানের প্রভাবশালী আলেম হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকি বলেছেন, গাদির খুমের ঘটনা মানব ইতিহাসের এক ব্যতিক্রমধর্মী ঘটনা। আল্লাহতায়ালা আর কোনো ঘটনাকে এত বেশি গুরুত্ব দেননি।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ১৫, ২০২২ ২১:২১ Asia/Dhaka
  • কাজেম সিদ্দিকি
    কাজেম সিদ্দিকি

ইরানের প্রভাবশালী আলেম হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকি বলেছেন, গাদির খুমের ঘটনা মানব ইতিহাসের এক ব্যতিক্রমধর্মী ঘটনা। আল্লাহতায়ালা আর কোনো ঘটনাকে এত বেশি গুরুত্ব দেননি।

তিনি আজ তেহরানে জুমার নামাজের খুতবায় এ কথা বলেন। গাদিরে খুম দিবসকে সামনে রেখে এ প্রসঙ্গে বক্তব্য রাখেন জুমা নামাজের খতিব।

রাসূলে খোদা (সা.) দশম হিজরির ১৮ জিলহজ্ব গাদিরে খুম নামক স্থানে আলী (আ.)-কে তার স্থলাভিষিক্ত হিসেবে ঘোষণা দেন। তখন থেকেই ১৮ই জিলহজ্ব পবিত্র গাদির দিবস হিসেবে পরিচিত।

জুমার নামাজের খতিব আরও বলেন, গাদিরে খুমের ঘটনা হচ্ছে মুসলিম উম্মাহর রোড ম্যাপ। এটি ভবিষ্যতের দিক-নির্দেশনা।

এ সময় তিনি তাকওয়া এবং হিজাবের ওপর গুরুত্বারোপ করেন।

হিজাব বা ইসলামি শালীন পোশাক সম্পর্কে তিনি বলেন, হিজাব নারীদের জন্য সম্মান ও মর্যাদা নিশ্চিত করে। এটি একটি মূল্যবোধ। তিনি বলেন, ইসলামি শালীন পোশাক পরেই ইরানি নারাীরা অনেক সাফল্য অর্জন করেছে। তারা আজ গোটা বিশ্বের গর্ব।

হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকি আরও বলেন, হিজাব কখনোই নারীকে একঘরে করে না। হিজাব পরার মাধ্যমে নারীরা ইসলামের সৌন্দর্য তুলে ধরে। এটা নিজেই ইসলামের পক্ষে একটা প্রচার।#

পার্সটুডে/এসএ/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।