অত্যাধুনিক সমরাস্ত্র প্রয়োজন কিন্তু মূল ভরসা অন্যখানে: আইআরজিসি
https://parstoday.ir/bn/news/iran-i110984-অত্যাধুনিক_সমরাস্ত্র_প্রয়োজন_কিন্তু_মূল_ভরসা_অন্যখানে_আইআরজিসি
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, তার দেশ অত্যাধুনিক সমরাস্ত্র উৎপাদন করে তা সশস্ত্র বাহিনীকে সরবরাহ করার পরিকল্পনা বাস্তবায়ন করে যাচ্ছে। তিনি গতকাল (রোববার) রাজধানী তেহরানে আইআরজিসির একটি প্রদর্শনী পরিদর্শনে গিয়ে এ মন্তব্য করেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ২৫, ২০২২ ০৭:৩৫ Asia/Dhaka
  • আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি
    আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, তার দেশ অত্যাধুনিক সমরাস্ত্র উৎপাদন করে তা সশস্ত্র বাহিনীকে সরবরাহ করার পরিকল্পনা বাস্তবায়ন করে যাচ্ছে। তিনি গতকাল (রোববার) রাজধানী তেহরানে আইআরজিসির একটি প্রদর্শনী পরিদর্শনে গিয়ে এ মন্তব্য করেন।

ইসলামি প্রজাতন্ত্র ইরান সাম্প্রতিক বছরগুলোতে অত্যাধুনিক সমরাস্ত্র উৎপাদনে এতটা উন্নতি করেছে যে, অনেক উন্নত দেশও এখন ইরানের কাছ থেকে সমরাস্ত্র সংগ্রহের আগ্রহ প্রকাশ করেছে।

জেনারেল সালামি আরো বলেন, যেকোনো যুদ্ধে সমরাস্ত্রের কোনো বিকল্প নেই এবং আমরা সর্বাধুনিক অস্ত্রসস্ত্র উৎপাদন করার চেষ্টা করছি। কিন্তু এটিও ধ্রুব সত্য যে, আমরা সমরাস্ত্রের কাছ থেকে অলৌকিক কোনো কিছু আশা করি না বরং আমাদের ভরসা অন্য জায়গায়।আমরা আমাদের নিরাপত্তার জন্য আল্লাহ তায়ালার ওপর নির্ভরশীল এবং এটিই আমাদের বিজয়ের চাবিকাঠি।

বিশ্বের অনেক উন্নত দেশ ইরানের কাছ থেকে ড্রোন কেনার আগ্রহ দেখিয়েছে

সন্ত্রাসী মার্কিন সেনাদের হামলায় ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার লে. জেনারেল কাসেম সোলাইমানির শাহাদাতের প্রতি ইঙ্গিত করে আইআরজিসির প্রধান কমান্ডার বলেন, এর চেয়ে গৌরবের বিষয় আর কি হতে পারে যে, একজন ইরানি যোদ্ধা আমেরিকার হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয় এবং যখন ওই যোদ্ধা মাটিতে লুটিয়ে পড়ে তখন শত্রু ভাবে যে, সে গোটা বিশ্বের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। তবে এ ঘটনায় শত্রুর শক্তিমত্তা নয় বরং ওই ইরানি যোদ্ধার শক্তিমত্তা ফুটে ওঠে।#

পার্সটুডে/এমএমআই/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।