'মার্কিন নেতৃত্বাধীন সাম্রাজ্যবাদ ইরানে খাঁটি ইসলামের কর্তৃত্বকে সহ্য করতে পারছে না'
শত্রুরা কেন ইরানি নারীদের হিজাবের ওপর ক্ষুব্ধ তা বললেন আয়াতুল্লাহ খাতামি
-
ইরানের বিশিষ্ট আলেম ও তেহরানের জুমার নামাজের অস্থায়ী খতিব আয়াতুল্লাহ সাইয়্যেদ আহমাদ খাতামি
ইরানের বিশিষ্ট আলেম ও তেহরানের জুমার নামাজের অস্থায়ী খতিব আয়াতুল্লাহ সাইয়্যেদ আহমাদ খাতামি বলেছেন, ইসলামী ইরানের নারী সমাজ ইসলামী শালীন পোশাক বা হিজাব ব্যবহার করেই শিক্ষা, রাজনীতি, অর্থনীতি ও প্রশাসনিক ক্ষেত্রসহ সবক্ষেত্রেই গৌরবোজ্জ্বল ভূমিকা রেখেছে।
নারীকে ধর্মীয় ও নৈতিক বিধি-বিধান থেকে বিচ্ছিন্ন করা ছাড়া তাদের উন্নয়ন সম্ভব নয় বলে পাশ্চাত্য যে ধারণা প্রচার করছে তার বিপরীত অবস্থার প্রমাণ তুলে ধরতে গিয়ে এই মন্তব্য করেছেন তিনি।
আজ তেহরানের জুমার নামাজের খোতবায় তিনি আরও বলেছেন, হিজাব পরেও ইরানি নারীরা সব ক্ষেত্রে সফল হওয়ায় শত্রুরা ইরানি নারীদের হিজাবের ওপর ক্ষুব্ধ। পশ্চিমা সাংস্কৃতিক ঘাঁটিগুলো হিজাবের ওপর এ কারণেই তাদের ক্রোধের প্রকাশ ঘটাচ্ছে। আয়াতুল্লাহ খাতামি খাঁটি মুহাম্মাদি ইসলামের সঙ্গে মার্কিন নেতৃত্বাধীন সাম্রাজ্যবাদের বিরোধের বিষয়টি তুলে ধরে বলেছেন, ওরা ইরানে খাঁটি ইসলামের কর্তৃত্বকে সহ্য করতে পারছে না।
তিনি সম্প্রতি তেহরানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ির সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এর্দোগানের সাম্প্রতিক সাক্ষাতের বিষয়ে বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতার অবস্থান ছিল সম্মান, প্রজ্ঞা ও স্বার্থ সুরক্ষার ঔজ্জ্বল্যে ভরপুর।
তেহরানের জুমা নামাজের অস্থায়ী খতিব এ প্রসঙ্গে আরও বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা পুতিনকে দেয়া সাক্ষাতে ইউক্রেন যুদ্ধে সাধারণ মানুষ নিহত হওয়ায় অসন্তোষ প্রকাশ করার পাশাপাশি এটাও বলেছেন যে রাশিয়া যদি ইউক্রেনের ঘটনায় আগেই সক্রিয় না হত তাহলে প্রতিপক্ষরাই আগে সক্রিয় হত। ইরানের সর্বোচ্চ নেতা তুর্কি প্রেসিডেন্টকে দেয়া সাক্ষাতেও বলেছেন যে সিরিয়ার সার্বভৌমত্ব রক্ষাও গুরুত্বপূর্ণ –যা অত্যন্ত প্রজ্ঞাপূর্ণ অবস্থান।
আয়াতুল্লাহ খাতামি শহীদ সম্রাট ইমাম হুসাইনের শাহাদাতের স্মৃতিবাহী শোকাবহ মহররম শুরু হওয়া প্রসঙ্গে বলেছেন, মহররমের প্রথম দশদিন সৎকাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ সংক্রান্ত ইসলামী বিধান পুনরুজ্জীবনের কর্মসূচি পালনের সময়; আর ইসলামী রাষ্ট্রকে জোরদার করা হচ্ছে সবচেয়ে জরুরি সৎ কাজ ও এই ব্যবস্থাকে দুর্বল করা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট কাজ। #
পার্সটুডে/এমএএইচ/২৯