গাজায় ইহুদিবাদী বিমান হামলার প্রতিক্রিয়া জানালেন জেনারেল সালামি
ইসরাইলের ধ্বংস ঠেকিয়ে রাখার সাধ্য কারো নেই: আইআরজিসি
-
শনিবার তেহরানে জেনারেল সালামির (বামে) সঙ্গে সাক্ষাৎ করেন জিয়াদ আন-নাখালা
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের ধ্বংস একটি একমুখী প্রক্রিয়া যা ঠেকিয়ে রাখার সাধ্য কারো নেই। তিনি শনিবার তেহরান সফররত ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আন-নাখালার সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন।
তিনি ইহুদিবাদীদের কবল থেকে গোটা ফিলিস্তিনি ভূমি মুক্ত করার সংগ্রামের প্রতি ইরানের পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করে বলেন, ফিলিস্তিনকে মুক্ত করা এখন ইরানের জন্য একটি চূড়ান্ত কৌশলে পরিণত হয়েছে।
গাজা উপত্যকায় ইসলামি জিহাদ আন্দোলনের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ইহুদিবাদী ইসরাইলের পাশবিক বিমান হামলায় শত শত ফিলিস্তিনি হতাহত হওয়ার পর জেনারেল সালামি এসব কথা বলেন।

ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনগুলোর সামরিক সক্ষমতা আগের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে জানিয়ে জেনারেল সালামি বলেন, সংগ্রামী ফিলিস্তিনিরা এখন প্রমাণ করেছেন তারা ইসরাইলি শত্রুদের বিরুদ্ধে বড় ধরনের যুদ্ধ পরিচালনা করত সক্ষম। আইআরজিসির প্রধান কমান্ডার বলেন, ফিলিস্তিনিদের মোকাবিলায় ইহুদিবাদী ইসরাইল দিন দিন দুর্বল হয়ে পড়ছে এবং তাদের বেপরোয়া আচরণ দখলদারদের দুর্বলতা আরো বেশি স্পষ্ট করে দিয়েছে।
সাক্ষাতে ইসলামি জিহাদের মহাসচিব ইহুদিবাদীদের বিরুদ্ধে সংগ্রামে ফিলিস্তিনি জাতিকে পৃষ্ঠপোষকতা দেয়ায় ইরানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমেরিকা ও ইসরাইলের মোকাবিলায় ইরানের অবস্থান ফিলিস্তিনি জনগণকে উল্লসিত করে এবং ফিলিস্তিনি মুজাহিদরা প্রেরণা পায়।#
পার্সটুডে/এমএমআই/৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।