আগস্ট ২২, ২০২২ ১৩:৫৫ Asia/Dhaka
  • চবাহার বন্দর নির্মাণে ভারতের বিনিয়োগ খুবই কম: ইরান

ইসলামি প্রজাতন্ত্র ইরানের বন্দর বিভাগের প্রধান আলী আকবর সাফেয়ি বলেছেন, চবাহার বন্দরের অবকাঠামো নির্মাণের ব্যাপারে ভারত যদি নতুন করে প্রতিশ্রুতি দেয় তাকে স্বাগত জানাবে তেহরান। একই সঙ্গে তিনি বলেন, এই বন্দর নির্মাণের ক্ষেত্রে এ পর্যন্ত ভারত যে পরিমাণ অর্থ বিনিয়োগ করেছে তা ইরানের প্রত্যাশার চেয়ে অনেক কম।

গতকাল (রোববার) রাজধানী ভারতের বন্দর, জাহাজ চলাচল এবং সমুদ্র বিষয়ক মন্ত্রী সর্বানন্দ সনোওয়ালের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেছেন সাফেয়ি। তিনি বলেন, চবাহার বন্দরকে গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র হিসেবে নির্মাণ করার জন্য ইরান মনে করে ভারতের আরো অনেক কিছু করা উচিত। ছয় বছর আগে ভারত ইরানের সঙ্গে এই প্রকল্পে যুক্ত হয়েছিল।

সাফেয়ি বলেন, ভারত এ পর্যন্ত এই বন্দরে ছয়টি ক্রেন সরবরাহ করেছে যার দাম দুই কোটি ডলার যা প্রত্যাশের চেয়ে অনেক কম বিনিয়োগ। ভারত বারবার বলে আসছে যে, ওমান সাগরে অবস্থিত চবাহার বন্দর উন্নয়নের অংশীদার হতে চায় তারা। আফগানিস্তান এবং মধ্য এশিয়ার যেসব ভূমিবদ্ধ দেশ রয়েছে সেসব দেশে এই চবাহার বন্দরের মধ্যদিয়ে প্রবেশ অধিকার চায় ভারত। কিন্তু ইরানের কর্মকর্তারা সবসময় বলছেন যে, শহীদ বেহেশতি টার্মিনালে তারা ভারতের এই ধীরগতির বিনিয়োগে মোটেই সন্তুষ্ট নন। 

ইরানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের আগে সনোওয়াল চবাহার বন্দর পরিদর্শনে যান এবং সেখানকার ভারতীয় ঠিকাদারদের কাজের উন্নতি ও অগ্রগতি ঘুরে দেখেন।

সফরের সময় তিনি ইরানের পরিবহনমন্ত্রী রুস্তম কাসেমি এবং ভাইস প্রেসিডেন্ট মোঃ মোখবেরের  সঙ্গে বৈঠক করেন। এসব বৈঠকে তিনি জানান যে, ভারতীয় কর্তৃপক্ষ চবাহার বন্দরের উন্নয়ন করতে প্রতিশ্রুতিবদ্ধ।#

পার্সটুডে/এসআইবি/২২

ট্যাগ