'সর্বাত্মক সম্পর্ক জোরদারে ইরান-তানজানিয়া রোড ম্যাপ প্রতিষ্ঠা করবে'
https://parstoday.ir/bn/news/iran-i112368-'সর্বাত্মক_সম্পর্ক_জোরদারে_ইরান_তানজানিয়া_রোড_ম্যাপ_প্রতিষ্ঠা_করবে'
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, আফ্রিকার দেশ তানাজানিয়ার সঙ্গে তেহরান বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক জোরদার করার পরিকল্পনা নিয়েছে। এজন্য দুই পক্ষ একটি রোড ম্যাপ প্রতিষ্ঠা করবে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ২৫, ২০২২ ১১:৫৪ Asia/Dhaka
  • তানজানিয়ার পররাষ্ট্রমন্ত্রী লিবারাতা মুলামুলা ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান
    তানজানিয়ার পররাষ্ট্রমন্ত্রী লিবারাতা মুলামুলা ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, আফ্রিকার দেশ তানাজানিয়ার সঙ্গে তেহরান বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক জোরদার করার পরিকল্পনা নিয়েছে। এজন্য দুই পক্ষ একটি রোড ম্যাপ প্রতিষ্ঠা করবে।

আজ (বৃহস্পতিবার) আফ্রিকা সফরের দ্বিতীয় ধাপে তিনি তানজানিয়া পৌঁছানোর পর সাংবাদিকদের কাছে এসব কথা বলে। সফরের প্রথম পর্যায়ে আবদুল্লাহিয়ান মালি যান এবং তানজানিয়া সফর শেষে জানযিবার যাবেন।

আমির আব্দুল্লাহিয়ানকে স্বাগত জানান তানজানিয়ার পররাষ্ট্রমন্ত্রী লিবারাতা মুলামুলা। 

ইরানি পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের আরো জানান, আফ্রিকার এ দেশটির প্রেসিডেন্টের সঙ্গে তার দেখা করার পরিকল্পনা রয়েছে এবং প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসির পক্ষ থেকে তানজানিয়ার প্রেসিডেন্টকে ইরান সফরের আমন্ত্রণ জানাবেন।

এছাড়া, তার সঙ্গে থাকা ব্যবসায়ী এবং শিল্পপতিদের একটি দল তানজানিয়ার রাজধানী দারুসসালামে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন যাতে দুই দেশের মধ্যকার পারস্পরিক সম্পর্ক আরো উন্নত করা যায়।

আমির আবদুল্লাহিয়ানের সফরকে স্বাগত জানিয়ে তানজানিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরানের সঙ্গে তার দেশের খুবই ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

আফ্রিকার দেশগুলোর সঙ্গে রাজনৈতিক, অর্থনৈতিক, ব্যবসায়িক এবং সাংস্কৃতিক সম্পর্ক আরো গভীর করার জন্য ইরানের পররাষ্ট্রমন্ত্রী এই তিনটি দেশ সফর করছেন।#

পার্সটুডে/এসআইবি/২৬