তেল চুরির অপরাধে পারস্য উপসাগর থেকে কার্গো জাহাজ আটক
https://parstoday.ir/bn/news/iran-i113096-তেল_চুরির_অপরাধে_পারস্য_উপসাগর_থেকে_কার্গো_জাহাজ_আটক
পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে তেল চুরির অপরাধে একটি বিদেশি জাহাজ আটক করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী- আইআরজিসি এবং এদেশের গোয়েন্দা মন্ত্রণালয়।জাহাজটির কয়েক লাখ লিটার ডিজেল জব্দ করার পাশাপাশি এর সব নাবিককে আটক করা হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ১১, ২০২২ ০৮:০৭ Asia/Dhaka
  • পারস্য উপসাগরের বিস্তীর্ণ পানিসীমীয় এভাবে টহল দেয় আইআরজিসির গানবোট
    পারস্য উপসাগরের বিস্তীর্ণ পানিসীমীয় এভাবে টহল দেয় আইআরজিসির গানবোট

পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে তেল চুরির অপরাধে একটি বিদেশি জাহাজ আটক করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী- আইআরজিসি এবং এদেশের গোয়েন্দা মন্ত্রণালয়।জাহাজটির কয়েক লাখ লিটার ডিজেল জব্দ করার পাশাপাশি এর সব নাবিককে আটক করা হয়েছে।

আইআরজিসির নৌবাহিনীর সেকেন্ড কমান্ড জোনের কমান্ডার জেনারেল রামেজান জিরাহি এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, আটক বিদেশি জাহাজটি ইরান থেকে ৭ লাখ ৫৭ হাজার লিটার ডিজেল চুরি করে নিয়ে যাচ্ছিল। তিনি বলেন, চোরাকারবারিরা জাহাজটির এই জ্বালানী বিভিন্ন দেশে বিক্রি করার পরিকল্পনা করেছিল কিন্তু তার আগেই ইরানের উপকূল থেকে ৬০ মাইল দূরে এটিকে আটক করা হয়।

আইআরজিসির নৌবাহিনীর সেকেন্ড কমান্ড জোনের কমান্ডার জেনারেল রামেজান জিরাহি

আইআরজিসির এই কমান্ডার বলেন, কার্গো জাহাজটির সাত নাবিকের সবাইকে আটক করে ইরানের বিচার বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। জেনারেল জিরাহি বলেন, পারস্য উপসাগরে জ্বালানী চোরাচালান প্রতিহত করা এখন আইআরজিসির নৌবাহিনীর অন্যতম প্রধান কাজ। ইরানের জ্বালানী ও গতিশীল অর্থনীতিকে পৃষ্ঠপোষকতা দেয়ার লক্ষ্যে আইআরজিসি এ লক্ষ্য নির্ধারণ করেছে বলে তিনি জানান।

আইআরজিসির এই নৌ কমান্ডারের ভাষ্যমতে, ইরান চলতি ফার্সি বছরের শুরু [২১ মার্চ] থেকে এ পর্যন্ত পারস্য উপসাগর থেকে ১৫ লাখ ৫৫ হাজার লিটার চোরাই ডিজেল জব্দ করেছে। এ সময়ে ৪৪ জন চোরাকারবারিকে আটক করে ইরানের বিচার বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।#

পার্সটুডে/এমএমআই/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।