জনগণের নিরাপত্তা আমাদের রেডলাইন: ব্রিগেডিয়ার জেনারেল আশতারি
https://parstoday.ir/bn/news/iran-i114148-জনগণের_নিরাপত্তা_আমাদের_রেডলাইন_ব্রিগেডিয়ার_জেনারেল_আশতারি
ইরানের পুলিশ বাহিনীর কমান্ডার-ইন-চীফ বলেছেন: যে বা যারাই জনগণের অধিকার ও নিরাপত্তা লঙ্ঘন করবে, নিরাপত্তা রক্ষীরা জনগণের পাশে থেকে নৈরাজ্য সৃষ্টিকারীদের প্রতিহত করবে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ০৬, ২০২২ ১৮:০৭ Asia/Dhaka
  • ব্রিগেডিয়ার জেনারেল আশতারি
    ব্রিগেডিয়ার জেনারেল আশতারি

ইরানের পুলিশ বাহিনীর কমান্ডার-ইন-চীফ বলেছেন: যে বা যারাই জনগণের অধিকার ও নিরাপত্তা লঙ্ঘন করবে, নিরাপত্তা রক্ষীরা জনগণের পাশে থেকে নৈরাজ্য সৃষ্টিকারীদের প্রতিহত করবে।

মাহসা আমিনি'র মৃত্যুকে অজুহাত করে সম্প্রতি বিপ্লব বিরোধী কিছু মিডিয়ার উস্কানিতে ইরানের বিভিন্ন শহরের রাস্তাঘাটে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করে নৈরাজ্য সৃষ্টিকারীরা।

বার্তা সংস্থা ইসনা জানায়, ব্রিগেডিয়ার জেনারেল হোসাইন আশতারি বলেছেন: জনগণের সচেতন ভূমিকা এবং সর্বোচ্চ নেতার নির্দেশনায় নিরাপত্তা বাহিনীর শক্তিশালী উপস্থিতিতে সাম্প্রতিক নৈরাজ্য ব্যর্থ হয়েছে। শিশু হত্যাকারী ইহুদিবাদী ইসরাইলি মিডিয়াগুলো ঘোষণা করেছে তারা তাদের লক্ষ্য অর্জন করতে পারে নি। ইরান নৈরাজ্য সৃষ্টিকারীদের থেকে জনগণকে পৃথক করে বিদেশিদের ওই ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছে।

পুলিশ বাহিনীর কমান্ডার-ইন-চীফ আরও বলেন: জনগণ ওই নৈরাজ্যের ঘটনায় ভুল পথ থেকে নিজেদের সঠিক পথ বেছে নিতে সক্ষম হয়েছে।

ব্রিগেডিয়ার জেনারেল আশতারি আরও বলেন: দেশজুড়ে এখন শান্তি ও নিরাপত্তা বিরাজ করছে। যেসব শত্রু নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করেছে তারা পরাজিত হয়েছে।#

পার্সটুডে/এনএম/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।