পারস্য উপসাগরে ইরানি সীমান্তরক্ষী বাহিনীর নৌ মহড়া
https://parstoday.ir/bn/news/iran-i114374-পারস্য_উপসাগরে_ইরানি_সীমান্তরক্ষী_বাহিনীর_নৌ_মহড়া
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সীমান্তরক্ষী বাহিনীর নৌ মহড়া আজ (মঙ্গলবার) পারস্য উপসাগরে অনুষ্ঠিত হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ১১, ২০২২ ১৯:২২ Asia/Dhaka
  • পারস্য উপসাগরে ইরানি সীমান্তরক্ষী বাহিনীর নৌ মহড়া

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সীমান্তরক্ষী বাহিনীর নৌ মহড়া আজ (মঙ্গলবার) পারস্য উপসাগরে অনুষ্ঠিত হয়েছে।

ইরানের সীমান্তরক্ষী বাহিনীর কমান্ডার আহমাদ আলী গোদারজি জানিয়েছেন, দক্ষিণ ইরানের বুশেহর অঞ্চলের উপকূলজুড়ে এই মহড়ার আয়োজন করা হয়েছে। এই মহড়ায় উন্নত প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। আঞ্চলিক এই মহড়ার নাম দেওয়া হয়েছে 'মুহাম্মাদ রাসুলুল্লাহ (স.)' 

মহড়ায় ইলেকট্রনিক ও অপটিক্যাল নানা সরঞ্জামের পাশাপাশি উন্নত ড্রোন কাজে লাগানো হচ্ছে বলেও তিনি জানিয়েছেন।

নৌ সীমান্ত রক্ষায় উন্নত মানের বিশেষ সেন্সর ব্যবহারের কথা জানিয়ে এই কমান্ডার বলেছেন, প্রতি মুহূর্তের পরিস্থিতি সম্পর্কে সতর্ক ও সচেতন থাকতে এই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। 

ইরানের বিশেষজ্ঞরা এসব প্রযুক্তি তৈরি করে এই বাহিনীকে সহযোগিতা করছে বলে তিনি উল্লেখ করেন।

ইরানে বিশেষ ধরণের উন্নত নৌযান নির্মাণের কথাও জানিয়েছেন এই কমান্ডার। তিনি বলেন, এসব নৌযান ইরানি বিশেষজ্ঞদের যোগ্যতা ও সক্ষমতার প্রতীক।# 

পার্সটুডে/এসএ/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।