নৈরাজ্যের বিরুদ্ধে অবস্থান নেয়ায় জনগণের প্রশংসা
শত্রুরা মনের ঝাল মেটাতে চেয়েছিল কিন্তু ব্যর্থ হয়েছে: প্রেসিডেন্ট রায়িসি
ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি তার দেশের সাম্প্রতিক সহিংসতা ও নৈরাজ্যের সময় ধৈর্য্যধারণ ও প্রতিরোধ গড়ে তোলার জন্য আপামর জনসাধারণের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেছেন, ইরান বিভিন্ন ক্ষেত্রে অভুতপূর্ব উন্নতি করায় শত্রুরা সহিংসতা উস্কে দিয়ে এদেশের প্রতি তাদের মনের ঝাল মেটানোর চেষ্টা করেছিল কিন্তু ব্যর্থ হয়েছে।
সম্প্রতি মাথায় হিজাব না পরার কারণে এক ইরানি তরুণি পুলিশের হাতে আটক হওয়ার পর অসুস্থ হয়ে হাসপাতালে মারা গেলে সারাদেশে এ সহিংসতা শুরু হয়।পশ্চিমা সরকারগুলোর পাশাপাশি তাদের গণমাধ্যমগুলো এ সহিংসতার আগুনে ঘি ঢালার সর্বোচ্চ চেষ্টা চালায়।
ইরানে অনুষ্ঠিত ৩৬তম ইসলামি ঐক্য সম্মেলনে অংশগ্রহণকারী বিদেশি আলেম ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে শুক্রবার এক গুরুত্বপূর্ণ ভাষণ দেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী। তার ভাষণের আগে এক সংক্ষিপ্ত বক্তৃতায় প্রেসিডেন্ট রায়িসি আরো বলেন, “ইরানের শত্রুরা সাম্প্রতিক নৈরাজ্যের সময় এদেশের জন্য ঝামেলা তৈরির চেষ্টা করেছিল। কিন্তু অতীতের মতো ইরানি জনগণ ধৈর্য ও প্রতিরোধের মাধ্যমে তা নস্যাত করে দিয়েছে।”
তিনি ইরানের বৈজ্ঞানিক উৎকর্ষ, অর্থনৈতিক প্রবৃদ্ধি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, আন্তর্জাতিক অঙ্গণে বাণিজ্যিক সহযোগিতার বিস্তার এবং প্রশাসনের প্রতি জনগণের সার্বিক ও আন্তরিক সহযোগিতার প্রশংসা করেন।
ইরানের প্রেসিডেন্ট মুসলিম বিশ্বের শত্রুদের মাধ্যমে বাস্তবতাকে আড়াল করা এবং ‘আধুনিক অজ্ঞতা’ প্রচার করার ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক করেন এবং ইসলামী ঐক্যের ভিত্তিতে সচেতনতা বৃদ্ধি ও বিভাজন এড়ানোর আহ্বান জানান।#
পার্সটুডে/এমএমআই/১৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।