ইরানে সন্ত্রাসীর গুলিতে এক ট্রাফিক পুলিশ সদস্য নিহত
https://parstoday.ir/bn/news/iran-i114610-ইরানে_সন্ত্রাসীর_গুলিতে_এক_ট্রাফিক_পুলিশ_সদস্য_নিহত
ইরানের সিস্তান ও বেলুচিস্তান প্রদেশে সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় আজ একজন ট্রাফিক পুলিশ সদস্য নিহত হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ১৭, ২০২২ ১৮:২০ Asia/Dhaka
  • ইরানে সন্ত্রাসীর গুলিতে এক ট্রাফিক পুলিশ সদস্য নিহত

ইরানের সিস্তান ও বেলুচিস্তান প্রদেশে সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় আজ একজন ট্রাফিক পুলিশ সদস্য নিহত হয়েছে।

প্রাদেশিক পুলিশ প্রধান আহমাদ তাহেরি বলেছেন, সারাভান এলাকায় আজ স্থানীয় সময় সকাল ১১টার দিকে কয়েকজন সন্ত্রাসীو দায়িত্বরত পুলিশ সদস্যকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি শাহাদাৎবরণ করেন। শহীদ ট্রাফিক পুলিশ সদস্যের নাম আব্বাসি।

পুলিশের প্রাদেশিক কমান্ডার আরো বলেছেন, এই হত্যাকাণ্ডের পরপরই কিছু ক্লু পাওয়া গেছে এবং সে অনুযায়ী খুনিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, ইসলামি প্রজাতন্ত্রের শত্রুরা নিরাপত্তারক্ষীদের হত্যার মাধ্যমে তাদের অশুভ লক্ষ্য বাস্তবায়ন করতে পারবে না। ইরানি জাতি তাদের শত্রুদের বিষয়ে অতীতের চেয়ে এখন অনেক বেশি সতর্ক বলে এই কর্মকর্তা জানান।

সম্প্রতি ইরানে নারী পুলিশ হেফাজতে আহত হয়ে মাহসা আমিনি নামের এক মহিলা মৃত্যুবরণ করেন। এই ইস্যুকে অজুহাত করে কিছু লোক ইরানে সহিংসতা ও নৈরাজ্য ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। এই পরিস্থিতির আড়ালে বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীরাও তৎপর হয়ে উঠেছে এবং এ পর্যন্ত নিরাপত্তা বাহিনীর কয়েক জন সদস্য সন্ত্রাসীদের হাতে প্রাণ হারিয়েছেন।#

পার্সটুডে/এসএ/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।