আমেরিকার বিদ্বেষী আচরণের জবাব দেবে ইরানি জনগণ: রায়িসি
(last modified Tue, 18 Oct 2022 01:08:35 GMT )
অক্টোবর ১৮, ২০২২ ০৭:০৮ Asia/Dhaka
  • ওমানের সুলতান- ইরানের প্রেসিডেন্ট
    ওমানের সুলতান- ইরানের প্রেসিডেন্ট

ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, তার দেশের জনগণ আমেরিকার শত্রুতামূলক আচরণের সামনে অলস বসে থাকবে না বরং এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। তিনি সোমবার ওমানের সুলতান হাইসাম বিন তারিক আল-সাঈদের সঙ্গে এক টেলিফোনালাপে এ সতর্কবাণী উচ্চারণ করেন। আমেরিকাসহ অন্যান্য পশ্চিমা দেশের সঙ্গে ইরানের আলোচনায় অনেক সময় মধ্যস্থতা করে ওমান।

ফোনালাপে রায়িসি বলেন, আমেরিকা ভুল হিসাব-নিকাষের ভিত্তিতে ইরানের দাঙ্গাকারীদের প্রতি সমর্থন জানিয়েছে ও তাদেরকে উস্কানি দিচ্ছে। তিনি বলেন, “আমেরিকা প্রথমে এই ধারণা করেছিল যে, নিষেধাজ্ঞা দিয়ে ইরানি জাতিকে আটকানো যাবে। কিন্তু যখন সে দেখল যে, নিষেধাজ্ঞায় শুধু কাজ হচ্ছে না তাই নয় বরং উল্টো ইরান চোখ ধাঁধানো উন্নতি করে যাচ্ছে তখন ওয়াশিংটন ইরানে দাঙ্গা ও নৈরাজ্য সৃষ্টি করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে।”

ইরানে মহিলা পুলিশের হেফাজতে কুর্দি নারী মাহসা আমিনি অসুস্থ হয়ে মারা যাওয়ার পর থেকে গত কিছু দিন ধরে সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টি করে যাচ্ছে একটি স্বার্থান্বেষী মহল।অন্যদিকে ইরানের যেসব শত্রু এদেশের ইসলামি শাসনব্যবস্থাকে ধ্বংস করতে চায় তারা এই নৈরাজ্য সৃষ্টিকারীদের মাধ্যমে তেহরান সরকারের পতন ঘটানোর আশায় দাঙ্গাবাজদের নানাভাবে পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছে।

এ  সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি এক বিবৃতিতে বলেন, ইরানি জনগণ মাহসা আমিনির মৃত্যুর ব্যাপারে যে প্রতিক্রিয়া জানিয়েছে তাতে তিনি বিস্মত হয়েছেন। তিনি আরো দাবি করেন, ইরানে চলমান বিক্ষোভ এমন কিছুকে জাগ্রত করেছে যা বহুকাল পর্যন্ত নেভানো সম্ভব হবে না।বাইডেন আরো বলেন, “আমরা সত্যিকার অর্থে ইরানি জনগণের পাশে আছি।” কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে ইরানি জনগণের জন্য চরম দুর্ভোগ সৃষ্টিকারী মার্কিন প্রেসিডেন্ট কীভাবে সেই ইরানি জনগণেরই পাশে থাকেন সে ব্যাখ্যা তিনি করেননি।#

পার্সটুডে/এমএমআই/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ