প্রতিভাবানরা দেশের উন্নয়নের চাবিকাঠি
ইরানের প্রতিভা লুট করে নিয়ে যেতে চায় পাশ্চাত্য: প্রেসিডেন্ট রায়িসি
-
ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি
ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, প্রতিভাবান তরুণ ও যুবসমাজ হচ্ছে তার দেশের উন্নয়নের চাবিকাঠি কিন্তু শত্রুরা ইরানের প্রতিভাগুলোকে লুট করে নিয়ে যেতে চায়। তিনি গতকাল (মঙ্গলবার) রাজধানী তেহরানে ১২তম জাতীয় প্রতিভা দিবস উপলক্ষে এক বক্তৃতায় এ মন্তব্য করেন।
রায়িসি বলেন, দেশকে সামনের দিকে এগিয়ে নিতে তার সরকার প্রতিভাবান ব্যক্তিদের পরামর্শ অনুযায়ী রাষ্ট্রীয় কর্মপরিকল্পনা প্রণয়নের জন্য সম্পূর্ণ প্রস্তুত। সরকার জ্ঞান-বিজ্ঞানের উন্নতির ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন চায় এবং প্রতিভাবান ব্যক্তিরাই এ কাজে সরকারকে সহযোগিতা করতে পারেন।
ইরানের সর্বোচ্চ নেতার পরামর্শে ‘ন্যাশনাল জিনিয়াস ইনস্টিটিউট’ প্রতিষ্ঠা করা হয়েছে বলে জানান প্রেসিডেন্ট রায়িসি। তিনি বলেন, প্রতিভাবান ব্যক্তিদের শনাক্ত করে এই ইনস্টিটিউটের আওতায় নিয়ে আসার লক্ষ্যে কাজ চলছে।
শিশুদের প্রতিভা বিকাশে অভিভাবক ও শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে রায়িসি বলেন, ইরানের প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয়গুলোর পাশাপাশি ধর্মীয় শিক্ষা কেন্দ্রগুলো প্রতিভা তৈরিতে অসামান্য অবদান রেখে যাচ্ছে।
ইরানের প্রেসিডেন্ট বলেন, তার দেশের প্রতিভাবান ব্যক্তিরা যখন দেশ গঠনের উপযুক্ত হয়ে ওঠে তখন পশ্চিমা দেশগুলো এসব ‘প্রস্তুত’ প্রতিভাকে নানা প্রলোভন দেখিয়ে ভাগিয়ে নিয়ে যায়। এজন্য তিনি এসব দেশের তীব্র সমালোচনা করেন এবং প্রতিভাবান ব্যক্তিদেরকে প্রলোভনে না পড়ে দেশ গঠনের কাজে অংশ নেয়ার আহ্বান জানান।#
পার্সটুডে/এমএমআই/১৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।