অক্টোবর ১৯, ২০২২ ১১:৪৬ Asia/Dhaka
  • ইরানের সর্বোচ্চ মানবাধিকার পরিষদের মহাসচিব কাজেম গরিবাবাবাদি
    ইরানের সর্বোচ্চ মানবাধিকার পরিষদের মহাসচিব কাজেম গরিবাবাবাদি

ইরানের সর্বোচ্চ মানবাধিকার পরিষদের মহাসচিব কাজেম গরিবাবাবাদি মানবাধিকার বিষয়ে ইউরোপীয় দেশগুলোর দ্বিমুখী আচরণের তীব্র সমালোচনা করেছেন। ইরানে মানবাধিকার লঙ্ঘনের দায়ে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ কয়েকজন ইরানি কর্মকর্তা ও কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করার পর তিনি এ নিন্দা জানান।

গরিবাবাদি বলেন, ইইউ পশ্চিমা-সমর্থিত সহিংসতা থেকে ইরানি জনগণকে রক্ষাকারী কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। আবার একই সময়ে তারা ইরানের ১৭,০০০ নাগরিক হত্যাকারী সন্ত্রাসী মুজাহেদিনে খালক গোষ্ঠীর সদস্যদেরকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে। তিনি বলেন, এর মাধ্যমে পাশ্চাত্য প্রমাণ করেছে, তারা মানবাধিকার প্রশ্নে দ্বৈত নীতি গ্রহণ করেছে।

গরিবাবাদি এক টুইটার বার্তায় আরো লিখেছেন, ইরানের ওপর আমেরিকার একতরফা নিষেধাজ্ঞার প্রতি সমর্থন জানিয়ে ইইউ যখন ইরানের কোটি কোটি নাগরিকের মানবাধিকার লঙ্ঘন করেছে তখন এসব দেশের মুখে মানবাধিকারের বুলি মানায় না।

ইউরোপীয় ইউনিয়ন সোমবার ইরানের ১১ কর্মকর্তা ও চারটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করার পর ইরানের সর্বোচ্চ মানবাধিকার কর্মকর্তা এ প্রতিক্রিয়া জানালেন। বাধ্যতামূলক হিজাব পরিধান আইন লঙ্ঘনের দায়ে আটক কুর্দি তরুণী মাহসা আমিনির নিরাপত্তা হেফাজতে মৃত্যুকে কেন্দ্র করে ইরানে যে সহিংসতা চলছে তা নিয়ন্ত্রণে ভূমিকা রাখার কারণে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।#

পার্সটুডে/এমএমআই/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ