ইসরাইল, আমেরিকা, সৌদি মিলে ইরান-বিরোধী অশুভ চক্র গড়ে তুলেছে: কমান্ডার
https://parstoday.ir/bn/news/iran-i114880-ইসরাইল_আমেরিকা_সৌদি_মিলে_ইরান_বিরোধী_অশুভ_চক্র_গড়ে_তুলেছে_কমান্ডার
ইরানের ইসলামী বিপ্লবি গার্ড বাহিনী বা আইআরজিসি’র নৌ শাখার কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি বলেছেন, ইহুদিবাদী ইসরাইল, আমেরিকা এবং সৌদি আরব মিলে ইরান-বিরোধী একটি অশুভ বলয় গড়ে তুলেছে। এই বলয় ইরানের ভেতরে সাম্প্রতিক সহিংসতা ছড়িয়ে দেয়ার জন্য ষড়যন্ত্র করেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ২৪, ২০২২ ০৮:২২ Asia/Dhaka
  • রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি
    রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি

ইরানের ইসলামী বিপ্লবি গার্ড বাহিনী বা আইআরজিসি’র নৌ শাখার কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি বলেছেন, ইহুদিবাদী ইসরাইল, আমেরিকা এবং সৌদি আরব মিলে ইরান-বিরোধী একটি অশুভ বলয় গড়ে তুলেছে। এই বলয় ইরানের ভেতরে সাম্প্রতিক সহিংসতা ছড়িয়ে দেয়ার জন্য ষড়যন্ত্র করেছে।

ইরানের আরবি ভাষার স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আল-আলমকে দেয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেছেন।

ইরানের এই কমান্ডার বলেন, "আমাদের যেসব তরুণ তরুণী প্রতারণার ফাঁদে পা দিয়েছেন তাদের বুঝতে হবে যে, ইসরাইল, আমেরিকা এবং সৌদি আরব ইরানের বিরুদ্ধে একটি অশুভ ত্রিমুখী বলয় গড়ে তুলেছে।”

তিনি বলেন, এই বলয়ের সঙ্গে আরো যুক্ত রয়েছে বৃটেনের মতো দেশ যাদের সবার পক্ষ থেকে একটাই বার্তা এবং সেটি হচ্ছে ইরানের কয়েকটি অংশ বিচ্ছিন্ন করে ফেলা।

কমান্ডার আলী রেজা তাংসিরি বলেন, যারা এই ষড়যন্ত্রের সাথে জড়িত তাদেরকে তাদের লক্ষ্য অর্জনের কথা শুধুমাত্র স্বপ্নের ভেতরেই কল্পনা করতে হবে, কখনো বাস্তবে রূপ লাভ করবে না। এরা কখনো দেশের ভেতরে বড় রকমের অস্থিরতা ও ভেদাভেদ সৃষ্টিতে সক্ষম হবে না। তিনি বললেন ইরানের একজন যোদ্ধা বেঁচে থাকতেও শত্রুদের চূড়ান্ত স্বপ্ন কখনো বাস্তবায়ন হবে না।

কমান্ডার আলী রেজা তাংসিরি বলেন, শত্রুরা এবারই প্রথম ষড়যন্ত্র করেনি এবং এ ধরনের সমস্যা এই প্রথম তৈরি করেনি। এর আগেও তারা একাজ করেছে, এমনকি বড় পরিসরে সেসব ষড়যন্ত্র বাস্তবায়নের চেষ্টা করেছে তবে সফল হতে পারেনি।#

পার্সটুডে/এসআইবি/২৪