তেহরানসহ সমগ্র ইরানের অন্তত ৯০০ টি শহরে সাম্রাজ্যবাদ বিরোধী মিছিল
https://parstoday.ir/bn/news/iran-i115424-তেহরানসহ_সমগ্র_ইরানের_অন্তত_৯০০_টি_শহরে_সাম্রাজ্যবাদ_বিরোধী_মিছিল
তেহরানসহ সমগ্র ইরানের অন্তত ৯০০ টি শহরে সাম্রাজ্যবাদ বিরোধী জাতীয় দিবস পালিত হয়েছে আজ।
(last modified 2025-09-26T18:07:30+00:00 )
নভেম্বর ০৪, ২০২২ ১৬:০৭ Asia/Dhaka

তেহরানসহ সমগ্র ইরানের অন্তত ৯০০ টি শহরে সাম্রাজ্যবাদ বিরোধী জাতীয় দিবস পালিত হয়েছে আজ।

১৯৭৯ সালের ৪ নভেম্বরে (১৩ অবন)  তেহরানে অবস্থিত তৎকালীন মার্কিন দূতাবাস দখল করেছিল ইরানের বিপ্লবী ছাত্রসমাজ। কূটনীতিকের আড়ালে এই দূতাবাস থেকে গোয়েন্দাবৃত্তি চালানোর প্রতিবাদে ছাত্ররা দূতাবাসটিকে দখলে নেয়।

তারই স্মরণে প্রতিবছর ইরানে উদযাপিত হয় সাম্রাজ্যবাদ বিরোধী জাতীয় দিবস। এই দিবস উপলক্ষে দেশের আপামর জনতা আজ স্বতস্ফূর্তভাবে সাম্রাজ্যবাদ বিরোধী মিছিলে অংশ নিয়েছে। #

পার্সটুডে/এনএম/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।