ইরান সীমান্ত থেকে ৬০০ যুদ্ধাস্ত্র উদ্ধার করা হয়েছে
ইরানের সীমান্তরক্ষী বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ আলী গুদারযি বলেছেন, গত ৪৫ দিনে সীমান্ত থেকে প্রায় ৬০০ যুদ্ধাস্ত্র উদ্ধার করা হয়েছে।
গত বছরের একই সময়ের তুলনায় এ ধরণের অস্ত্র উদ্ধারের ঘটনা ২৬ শতাংশ বেড়েছে। তিনি আজ (সোমবার) ইরানের সিস্তান ও বালুচিস্তান প্রদেশের সীমান্ত পরিদর্শনের সময় এ তথ্য জানিয়েছেন।
গুদারযি বলেন, সীমান্তরক্ষীরা অস্ত্র ও মাদক চোরাচালানের সঙ্গে জড়িত কয়েকটি চক্রকে নিষ্ক্রিয় করে দিতেও সক্ষম হয়েছেন। ইরানের সাম্প্রতিক নৈরাজ্য ও বিশৃঙ্খলার সঙ্গে আমেরিকা, ইহুদিবাদী ইসরাইল ও তাদের অনুগতরা জড়িত বলে তিনি জানান।
বিশ্লেষকরা বলছেন, ইরানে সহিংসতা ছড়িয়ে দিতে সীমান্ত পথে অস্ত্র পাঠানোর চেষ্টার সঙ্গেও সাম্রাজ্যবাদী শত্রুরা জড়িত। কারণ দেশে গোলযোগ শুরু হওয়ার পর সীমান্তে অস্ত্র চোরাচালানিদের তৎপরতা অনেক বেড়ে গেছে।
ইরানে মহিলা পুলিশের হেফাজতে একজন নারী অসুস্থ হয়ে হাসপাতালে মৃত্যুবরণ করার পর থেকে এই অজুহাতে সহিংসতা ও নৈরাজ্য ছড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে। বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীও এই পরিস্থিতিকে অপব্যবহার করে হামলা চালানোর চেষ্টা করছে।#
পার্সটুডে/এসএ/৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।