শিরাজ শহরে সন্ত্রাসী হামলার ঘটনায় এ পর্যন্ত ২৬ জনকে আটক করেছে ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের শিরাজ শহরে শাহ চেরাগ মাজারে সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত ২৬ জনকে আটক করা হয়েছে। ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, সাম্প্রতিক এই প্রাণঘাতী হামলার প্রধান সমন্বয়কারী হচ্ছে আজারবাইজানের এক নাগরিক। বিবৃতিতে আরো বলা হয়েছে, সরকার ওই হামলার সাথে জড়িত ব্যক্তিদের ধরার জন দিন-রাত ২৪ ঘন্টা চেষ্টা চালাচ্ছে।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, আটক ব্যক্তিরা সবাই আজারবাইজান, তাজিকিস্তান এবং আফগানিস্তানের নাগরিক, কেউই ইরানের নাগরিক নয়।
গোয়েন্দা মন্ত্রণালয় জানিয়েছে, সন্ত্রাসী হামলা সমন্বয় করার ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করেছে আজারবাইজানের এক ব্যক্তি যে ইমাম খোমেনী আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে ইরানের প্রবেশ করে। ওই ব্যক্তি আজারবাইজানের রাজধানীর বাকুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইরানে আসে।
ইরানের প্রবেশ করে ওই ব্যক্তি আজারবাইজানে থাকা সহযোগীকে জানায় যে, সে ঠিকমতো তেহরানে পৌঁছেছে এবং বিদেশী নাগরিকদের একটি নেটওয়ার্কের সাথে যোগাযোগ করে। এই গোষ্ঠী হচ্ছে আফগানিস্তানে তৎপর উগ্র দায়েশ সন্ত্রাসী যারা দায়েশ ইন খোরাসান নামে পরিচিত।
শিরাজ শহরের ঘৃণ্য হামলায় যে ব্যক্তি অস্ত্র সরবরাহ করেছেন সে হচ্ছে আফগান নাগরিক এবং তার নাম মোহাম্মাদ রমিজ রাশিদি। এছাড়া, যে ব্যক্তি সরাসরি হামলায় অংশ নিয়েছে সে হচ্ছে তাজিকিস্তানের নাগরিক এবং তার নাম সোবাহান কামরুনি। সে আবু আয়েশা নামে বেশি পরিচিত।
ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় জানিয়েছে, সন্ত্রাসীদেরকে তেহরান, আলবোর্জ, কোম, দক্ষিণাঞ্চলের ফার্স ও কেরমান প্রদেশ এবং উত্তর-পূর্বাঞ্চলীয় খোরাসান রাজাভি প্রদেশ থেকে আটক করা হয়। এরমধ্যে কয়েকজনকে ইরান ছেড়ে পালিয়ে যাওয়ার সময় আটক করা হয়েছে।
ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় জানিয়েছে আটক ব্যক্তিদের কেউ কেউ তেহরানসহ বিভিন্ন শহরে আরো সন্ত্রাসী তৎপরতা চালানোর পরিকল্পনা করছিল।#
পার্সটুডে/এসআইবি/৭