রাশিয়ার সঙ্গে ৪ হাজার কোটি ডলারের জ্বালানি চুক্তি সই করল ইরান
https://parstoday.ir/bn/news/iran-i115642-রাশিয়ার_সঙ্গে_৪_হাজার_কোটি_ডলারের_জ্বালানি_চুক্তি_সই_করল_ইরান
রাশিয়ার এনার্জি জায়ান্ট গ্যাজপ্রমের সঙ্গে চার হাজার কোটি ডলারের সমঝোতা চুক্তি সই করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ০৯, ২০২২ ১৬:৫৯ Asia/Dhaka
  • ইরানের তেলমন্ত্রী
    ইরানের তেলমন্ত্রী

রাশিয়ার এনার্জি জায়ান্ট গ্যাজপ্রমের সঙ্গে চার হাজার কোটি ডলারের সমঝোতা চুক্তি সই করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান।

আজ (বুধবার) এ তথ্য জানিয়েছেন ইরানের জ্বালানিমন্ত্রী জাওয়াদ অউজি। তিনি আজ মন্ত্রিসভার বৈঠকের অবকাশে আরও বলেন, গ্যাজপ্রম হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় কোম্পানিগুলোর একটি। এই কোম্পানির সঙ্গে আমরা প্রায় চার হাজার কোটি ডলারের সমঝোতা চুক্তি করেছি।

গ্যাসপ্রমসহ রাশিয়ার বড় কোম্পানিগুলো ইরানের সঙ্গে এখন চুক্তি সই করছে বলে জানান এই মন্ত্রী।  এর আগে এই কোম্পানির সঙ্গে সাড়ে ৬০০ কোটি ডলারের চুক্তি সই করেছে ইরান।

গত জুলাই মাসে ইরানিয়ান ন্যাশনাল অয়েল কোম্পানি এবং রাশিয়ার গ্যাজপ্রম ইরানে দুটি গ্যাসক্ষেত্র এবং ছয়টি তেলের খনি উন্নয়নের কাজে সহযোগিতা করার জন্য একমত হয়। এর আওতায় দুই দেশ প্রাকৃতিক গ্যাস এবং তেলজাত পণ্য, এলএনজি প্রকল্প বাস্তবায়ন এবং গ্যাস পাইপ লাইন নির্মাণের মতো বিষয় রয়েছে।

ইরানের তেল ও গ্যাস খাতে রাশিয়ার বিনিয়োগ আরো বাড়বে বলে জানা গেছে।#

পার্সটুডে/এসএ/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।