আজারবাইজানের রাষ্ট্রদূতকে তলব করল ইরান
https://parstoday.ir/bn/news/iran-i115708
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় তেহরানে নিযুক্ত আজারবাইজানের রাষ্ট্রদূত আলী আলীজাদেহকে তলব করেছে। লাগাতার ইরানবিরোধী প্রচারণা ও গণমাধ্যমে ভুল তথ্য ছড়ানোর জন্য এই পদক্ষেপ নিয়েছে তেহরান।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
নভেম্বর ১১, ২০২২ ০৯:৩১ Asia/Dhaka
  • আজেরি রাষ্ট্রদূত আলীজাদেহ
    আজেরি রাষ্ট্রদূত আলীজাদেহ

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় তেহরানে নিযুক্ত আজারবাইজানের রাষ্ট্রদূত আলী আলীজাদেহকে তলব করেছে। লাগাতার ইরানবিরোধী প্রচারণা ও গণমাধ্যমে ভুল তথ্য ছড়ানোর জন্য এই পদক্ষেপ নিয়েছে তেহরান।

ইরানি পররাষ্ট্রমন্ত্রীর একজন সহযোগী এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইউরেশিয়া বিভাগের পরিচালক আজারবাইজানের রাষ্ট্রদূতকে তলব করে ইরানের পক্ষ থেকে কড়া প্রতিবাদ জানান। আজারবাইজানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা অবন্ধুসুলভ প্রচারণা চালাচ্ছেন বলে ইরান অভিযোগ তুলেছে। 

ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা বলেন, “আমরা আশা করি এই চর্চা বন্ধ হবে এবং এর পুনরাবৃত্তি ঠেকানোর জন্য যত তাড়াতাড়ি সম্ভব প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বাকু।”

জবাবে আজেরি রাষ্ট্রদূত আলীজাদেহ দুঃখ প্রকাশ করেন এবং তেহরানের প্রতিবাদের কথা শিগগিরি আজারবাইজান সরকারকে জানাবেন।   

গত মঙ্গলবার আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ ইরানের উত্তরাঞ্চলে সাম্প্রতিক একটি সামরিক মহড়ার সমালোচনার করেন। পাশাপাশি ইরান ও আরমেনিয়ার কর্মকর্তাদের সাম্প্রতিক পর পর বৈঠক নিয়ে আজেরি সরকার নিজের অসন্তুষ্টির কথা জানায়।#       

পার্সটুডে/এসআইবি/এআর/১১