কাতার বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করল ইরান
কাতারে অনুষ্ঠেয় ফুটবল বিশ্বকাপের জন্য চূড়ান্তভাবে দল ঘোষণা করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। জাতীয় ফুটবল দলের প্রধান কোচ কারলোস কুইরোজ গতকাল (বুধবার) সন্ধ্যায় ২৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেন।
ইরান এবারের ফিফা বিশ্বকাপে গ্রুপ বি-তে ইংল্যান্ড, ওয়েলস এবং আমেরিকার সঙ্গে খেলবে। মর্যাদাপূর্ণ এই আসরে ইরান তাদের প্রথম ম্যাচ খেলবে ২১ নভেম্বর ইংল্যান্ডের বিরুদ্ধে। ইরান প্রাথমিক পর্বের দ্বিতীয় ম্যাচ খেলবে ওয়েলসের বিরুদ্ধে ২৫ নভেম্বর এবং তার চারদিন পর আমেরিকার সঙ্গে খেলবে। ইরানি জাতীয় দলের খেলোয়াড় তালিকায় গোলরক্ষক হিসেবে রয়েছেন- আলীরেজা বেইরানভান্দ। এছাড়া রয়েছেন সাইয়্যেদ হোসেইন হোসেইনি, আমির আবেদজাদে এবং পায়াম নিয়াজমান্দ।
ডিফেন্ডার হিসেবে দলে রয়েছেন মর্তুজা পুরালিগানজি, সোজা খালিলজাদে, মোহাম্মদ হোসেইন কানানিজাদেগান, মাজিদ হোসেইনি, এহসান হাজ-সাফি, সাদেক মোহাররামি, রমিন রেজায়িয়ান, আবুল ফাজল জালালি এবং মিলাদ মুহাম্মাদি।
মিডফিল্ডার হিসেবে রয়েছেন রুজবে চেশমি, সাঈদ ইজ্জাতুল্লাহি, আহমদ নুরুল্লাহি, মেহেদি তোরাবি, সামান কুদ্দুস, ওয়াহিদ আমিরি, আলী কোলিজাদে, আলীরেজা জাহানবাখশ এবং আলী কারিমি।
স্ট্রাইকার হিসেবে দলে রয়েছেন মেহেদি তারেমি, সারদার আজমুন এবং কারিম আনসারিফার্দ।#
পার্সটুডে/এসআইবি/১৪