খুজেস্তান প্রদেশে সন্ত্রাসী হামলায় জড়িত তিনজনকে আটক করেছে ইরান
https://parstoday.ir/bn/news/iran-i115996-খুজেস্তান_প্রদেশে_সন্ত্রাসী_হামলায়_জড়িত_তিনজনকে_আটক_করেছে_ইরান
ইসলামী প্রজাতন্ত্র ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশের ইযেহ শহরে প্রাণঘাতী সন্ত্রাসী হামলায় জড়িত থাকার দায়ে তিনজনকে আটক করা হয়েছে।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
নভেম্বর ১৭, ২০২২ ১৪:৪০ Asia/Dhaka
  • খুজেস্তান প্রদেশে সন্ত্রাসী হামলা
    খুজেস্তান প্রদেশে সন্ত্রাসী হামলা

ইসলামী প্রজাতন্ত্র ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশের ইযেহ শহরে প্রাণঘাতী সন্ত্রাসী হামলায় জড়িত থাকার দায়ে তিনজনকে আটক করা হয়েছে।

খুজেস্তানের বিচার প্রশাসন বিভাগের মহাপরিচালক আলী দেহকানি ওই তিনজনের আটকের কথা ঘোষণা করেন। সন্ত্রাসী হামলায় জড়িত অন্যদের সনাক্ত ও গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

গতকাল (বুধবার) শেষ বিকেলের দিকে শহরের একটি জনাকীর্ণ মার্কেটে সাধারণ মানুষ এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর সন্ত্রাসীরা নির্বিচারে গুলি চালায়। এতে অন্তত সাতজন শহীদ হয়েছেন। এরমধ্যে নয় বছরের একটি শিশু এবং ৪৫ বছরের একজন নারী রয়েছেন। সন্ত্রাসী এই হামলায় অন্তত ১০ জন আহত হন। ২২ বছর বয়সী মাহসা আমিনি নামে একজন কুর্দি নারী কিছুদিন আগে আটক অবস্থায় হাসপাতালে মারা যাওয়ার পর বিদেশি মদদে ইরানে যখন সহিংসতা চলছে তখন এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটলো।

এর আগে গত ২৬ অক্টোবর শিরাজ শহরের একটি মাজারে এক উগ্রবাদী গুলি চালিয়ে অন্তত ১৫ জন জিয়ারতকারীকে শহীদ করে।#

পার্সটুডে/এসআইবি/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।