ইরানকে ভাঙার স্বপ্ন পূরণ হবে না: আইআরজিসি প্রধান
(last modified Thu, 17 Nov 2022 12:21:07 GMT )
নভেম্বর ১৭, ২০২২ ১৮:২১ Asia/Dhaka
  • সালামি
    সালামি

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসাইন সালামি বলেছেন, ইরানকে বিভক্ত করার স্বপ্ন কোনো দিন পূরণ হবে না।

আজ (বৃহস্পতিবার) কোম প্রদেশের '৬০৯০ শহীদ' শীর্ষক সম্মেলনে তিনি এ কথা বলেছেন।

তিনি আরও বলেছেন, আমেরিকা ইরানের তরুণদের হত্যা করতে চায়। তারা চায় ইরানি জনগণের মধ্যে বিভক্তি সৃষ্টি হোক, দেশ খণ্ড-বিখণ্ড হয়ে পড়ুক। কিন্তু তাদের এই স্বপ্ন কোনো দিন বাস্তবায়িত হবে না, কারণ ইরানি জাতি অত্যন্ত শক্তিশালী এবং সুদৃঢ়।

জেনারেল সালামি বলেন, 'আমরা জিহাদের পথ চিনি, জিহাদের পথে এগিয়ে যাব। ইরানের আঞ্চলিক প্রভাব অক্ষুণ্ণ রয়েছে এবং সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা শক্তি আরও বাড়বে।' অর্থনৈতিক সমস্যার কারণে দেশের ক্ষতি হোক তা স্বাধীনচেতা কোনো মুসলমান এমনকি স্বাধীনচেতা কোনো অমুসলিমও চায় না বলে মন্তব্য করেছেন সালামি।

আইআরজিসি'র প্রধান বলেন, ইরান বিশ্ব শক্তিতে পরিণত হওয়ার দ্বারপ্রান্তে রয়েছে এবং ইরান কোনো বিষয়েই উদ্বিগ্ন নয়।#   

পার্সটুডে/এসএ/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।