নভেম্বর ২০, ২০২২ ২৩:১৫ Asia/Dhaka

ইসলামি প্রজাতন্ত্র ইরানের ইস্ফাহান শহরে নিরাপত্তা বাহিনীর শহীদ তিন সদস্যের গণ দাফন সম্পন্ন হয়েছে। আজ রোববার ওই দাফন অনুষ্ঠান সম্পন্ন হয় এবং এতে হাজার হাজার মানুষ অংশ নিয়ে শহীদ এসব নিরাপত্তা কর্মকর্তার প্রতি শ্রদ্ধা জানান। পাশাপাশি তারা সব ধরনের সন্ত্রাসী তৎপরতা এবং সহিংসতার নিন্দা জানান।

আজকের দাফন অনুষ্ঠানে সমাজের সব শ্রেণী, পেশা এবং বয়সের মানুষ যোগ দেন। এর সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন প্রাদেশিক এবং জাতীয় পর্যায়ের কর্মকর্তা এবং সামরিক বাহিনীর শীর্ষ পর্যায়ের কমান্ডাররা।

দাফন অনুষ্ঠানে যোগ দিয়ে এসব মানুষ ইরানের ইসলামী সরকার ব্যবস্থার প্রতি নিজেদের আনুগত্য প্রকাশ করেন এবং জাতীয় নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হয় এমন যেকোনো তৎপরতার নিন্দা জানান তারা।

গত ১৬ নভেম্বর ইস্পাহানের খনে এলাকায় বিদেশি মদদপুষ্ট দাঙ্গাকারীদের হামলায় কর্নেল ইসমাইল চেরাগি, বাসিজ সদস্য মোহাম্মদ হোসেন কারিমি, এবং মোহসেন হামিদী শহীদ হয়েছিলেন।

গত ১৬ সেপ্টেম্বর মাহসা আমিনি নামে ২২ বছর বয়সি এক কুর্দি তরুণী হাসপাতালে মারা যাওয়ার পর দাঙ্গাকারীরা ইরানে সহিংসতা শুরু করে। মেডিকেল রিপোর্ট উপেক্ষা করে এই দাঙ্গাকারীরা বলছে, পুলিশের প্রহারে মাহসা আমিনীর মৃত্যু হয়েছে। তারপর থেকে এ পর্যন্ত দাঙ্গাকারীদের হামলায় নিরাপত্তা বাহিনীর বহু সদস্যসহ বেসামরিক অনেক মানুষ শহীদ হয়েছেন।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/২০

  1. বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ