ইরানের বৈজ্ঞানিক অগ্রগতি:
ইরানকে নিয়ে শত্রুদের স্বপ্ন কোনোদিন পূরণ হবে না: মেজর জেনারেল সালামি
ইরানে সংঘটিত সাম্প্রতিক দাঙ্গার পেছনে ইসরাইল এবং আমেরিকার হাত রয়েছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার-ইন-চিফ আজ ওই মন্তব্য করেন।
মেজর জেনারেল হোসেইন সালামি আরও বলেন, ইসরাইল এবং আমেরিকার কর্মকর্তারা ইরানকে নিয়ে বহু স্বপ্ন দেখে, কিন্তু তাদের স্বপ্ন কোনোদিন পূরণ হবে না।
বার্তা সংস্থা মেহের জানিয়েছে জনাব সালামি দক্ষিণ ইরানের ফারস প্রদেশের প্রতিরোধ অর্থনীতির নেতা ও যোদ্ধাদের সম্মেলনে আজ এ কথা বলেন। তিনি বলেন আমাদের সর্বোচ্চ নেতার নির্দেশনায় ইরান এখন অগ্রগতির দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছে। শত্রুরা তাই চায় না আমাদের জনগণ শান্তিতে থাকুক। আমাদের বহু প্রকল্পের কাজ চলছে। কোনো কোনো প্রকল্প উদ্বোধনের পর্যায়ে রয়েছে বলেও তিনি মন্তব্য করেন। তিনি বলেন, শত্রুরা চায় ইরান বিরান হয়ে যাক। কিন্তু তাদের চাওয়া সত্ত্বেও ইরান এখন বিশ্বের বুকে অন্যতম প্রধান শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে।
জনাব সালামি বলেন, বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে শত্রুরা এখন লেজ গুটিয়ে পালাচ্ছে। তিনি বলেন, ইসরাইল ও আমেরিকার কর্মকর্তারা ইরানের স্বাধীনতা নিয়ে কথা বলছে। অথচ তারাই ইরানের অভ্যন্তরীণ ব্যাপারে স্পষ্টতই হস্তক্ষেপ করছে। সাম্প্রতিক নৈরাজ্যের পেছনে তারাই ইন্ধন দিয়েছে। কিন্তু কোনো কাজ হয় নি, ইরানের জনগণ রুখে তাদের দাঁড়িয়েছে, রক্ত দিয়েছে তবু মার্কিনিদের সঙ্গে যোগ দেয় নি। ইরানের জনগণ জানে ইরানকে নিয়ে তারা কীরকম স্বপ্ন দেখে। শত্রুরা ইরানকে নিয়ে বহু স্বপ্ন দেখে কিন্তু তাদের কোনো স্বপ্নই পূরণ হবে না বলে জনাব সালামি দৃঢ়তার সঙ্গে বলেন।
ইরানি যুব সমাজকে নিয়ে শত্রুদের ষড়যন্ত্রের কথাও তুলে ধরেন মি. সালামি। তিনি বলেন শত্রুরা চায় আমাদের তরুণ সমাজ পশ্চিমাদের চিন্তাদর্শে বেড়ে উঠুক। তারা আসলে ইরানের নিরাপত্তা চায় না। ইরান যখন বিশ্বকাপ ফুটবল খেলায় জয়লাভ করে তারা তখন দু:খ ভারাক্রান্ত হয় বলে মন্তব্য করেন তিনি।#
পার্সটুডে/এনএম/১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।