পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ একটি পুতুল সংস্থা: বিশিষ্ট বিশ্লেষক
(last modified Mon, 12 Dec 2022 11:44:43 GMT )
ডিসেম্বর ১২, ২০২২ ১৭:৪৪ Asia/Dhaka
  • পিজিসিসি\\\\\\\'র নেতৃবৃন্দ
    পিজিসিসি\\\\\\\'র নেতৃবৃন্দ

পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ-পিজিসিসি-একটি পুতুল সংস্থা। বেঁচে থাকার জন্য এই সংস্থাভুক্ত দেশগুলোকে আমেরিকার নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক শক্তির উপর নির্ভর করতে হয়। ব্রিটেনে কর্মরত বিশিষ্ট সাংবাদিক ও রাজনীতি বিশ্লেষক সাইয়্যেদ মহসিন আব্বাস এই মন্তব্য করেন।

ইরানের ইংরেজি নিউজ চ্যানেল প্রেস-টিভি'র সঙ্গে আলাপকালে তিনি পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ 'পিজিসিসি' ও চীনের দেওয়া সাম্প্রতিক যৌথ বিবৃতি প্রসঙ্গে ওই প্রতিক্রিয়া জানান।

বিবৃতিতে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে তিনটি দ্বীপের সমস্যার শান্তিপূর্ণ সমাধানের লক্ষে আরব-আমিরাতের সকল প্রচেষ্টার প্রতি আরব নেতৃবৃন্দের সমর্থনের প্রতিশ্রুতি ঘোষণা করা হয়।

পারস্য উপসাগরের কৌশলগত তিন দ্বীপ বু'মুসা,তোম্বে কুচাক ও তোম্বে বোযোর্গ ঐতিহাসিকভাবেই ইরানের ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ। ইরানসহ বিশ্বের বহু ঐতিহাসিক তথ্যপঞ্জিতে,আইনি ও ভৌগলিক নথিতে তার প্রমাণ রয়েছে বলে ইরানের দাবি। তেহরান বহুবার তিন ইরানি দ্বীপের ওপর সংযুক্ত আরব আমিরাতের দাবিকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে এসেছে। ইরান ওই তিন দ্বীপের ওপর তাদের সার্বভৌমত্ব নিশ্চিত করেছে।

পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত দেশগুলো ইরানের বিরুদ্ধে তেলাবিব ও আমেরিকার সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতিরই ব্যর্থ অনুসরণ করছে বলে আব্বাস জোর দেন।#

পার্সটুডে/এনএম/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।