তিনটি দ্বীপ ইরানের ভূখণ্ডের অন্তর্ভুক্ত: আবুধাবির দাবির জবাবে বাকায়ি
https://parstoday.ir/bn/news/event-i155138-তিনটি_দ্বীপ_ইরানের_ভূখণ্ডের_অন্তর্ভুক্ত_আবুধাবির_দাবির_জবাবে_বাকায়ি
পার্সটুডে-ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি চীনের পররাষ্ট্রমন্ত্রীর সংযুক্ত আরব আমিরাত সফর শেষে দেওয়া বিবৃতিতে ইরানি দ্বীপপুঞ্জ সম্পর্কে ভিত্তিহীন দাবি প্রত্যাখ্যান করেছেন।
(last modified 2025-12-15T14:32:37+00:00 )
ডিসেম্বর ১৫, ২০২৫ ২০:২৬ Asia/Dhaka
  • সংযুক্ত আরব আমিরাতের কূটনৈতিক প্রতিনিধিদলের উপস্থিতির অপব্যবহার
    সংযুক্ত আরব আমিরাতের কূটনৈতিক প্রতিনিধিদলের উপস্থিতির অপব্যবহার

পার্সটুডে-ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি চীনের পররাষ্ট্রমন্ত্রীর সংযুক্ত আরব আমিরাত সফর শেষে দেওয়া বিবৃতিতে ইরানি দ্বীপপুঞ্জ সম্পর্কে ভিত্তিহীন দাবি প্রত্যাখ্যান করেছেন।

তিনি ইরানের বিরুদ্ধে ভূখণ্ড দাবি করার জন্য দেশের প্রতিটি কূটনৈতিক প্রতিনিধিদলের উপস্থিতির অপব্যবহার করে সংযুক্ত আরব আমিরাত যে পীড়াপীড়ি করছে-তার জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং চীনা পররাষ্ট্রমন্ত্রীর সংযুক্ত আরব আমিরাত সফরের চূড়ান্ত বিবৃতিতে ইরানি দ্বীপপুঞ্জ বু-মুসা, গ্রেটার তোম্ব এবং লেসার তোম্ব সম্পর্কে ভিত্তিহীন এবং মিথ্যা দাবির পুনরাবৃত্তির নিন্দা করেছেন। তিনি বলেন: যে-কোনো কূটনৈতিক প্রতিনিধি দলের উপস্থিতির অপব্যবহার করে সংযুক্ত আরব আমিরাত।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি চীনা পররাষ্ট্রমন্ত্রীর সংযুক্ত আরব আমিরাত সফরের সমাপনী বিবৃতিতে ইরানি দ্বীপপুঞ্জ সম্পর্কে ভিত্তিহীন দাবি প্রত্যাখ্যান করেছেন এবং ইরানের বিরুদ্ধে আঞ্চলিক ভূখণ্ড দাবি করার জন্য এই দেশে কোনও কূটনৈতিক প্রতিনিধি দলের উপস্থিতিকে কাজে লাগাতে সংযুক্ত আরব আমিরাতের জোরাজুরির জন্য দুঃখ প্রকাশ করেছেন। চীনা পররাষ্ট্রমন্ত্রীর সংযুক্ত আরব আমিরাত সফরের সমাপনী বিবৃতিতে আবু মুসা, গ্রেটার তোম্ব এবং লেসার তোম্ব-এই তিন ইরানি দ্বীপপুঞ্জ সম্পর্কে ভিত্তিহীন এবং মিথ্যা দাবির পুনরাবৃত্তির নিন্দা করেছেন।

বাকায়ি দৃঢ়তার সাথে বলেন: আবু মুসা, গ্রেটার তোম্ব এবং লেসার তোম্ব ইরানের আঞ্চলিক ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ। এই দ্বীপগুলোর ওপর যে-কোনো আঞ্চলিক দাবি স্পষ্টতই দেশগুলোর আঞ্চলিক অখণ্ডতা এবং সুপ্রতিবেশীসুলভ আচরণগত নীতির পরিপন্থী। চীনের পররাষ্ট্রমন্ত্রী এবং চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ওয়াং ই তার আঞ্চলিক সফরের অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত সফর করেন এবং দেশটির কর্মকর্তাদের সাথে সাক্ষাত ও আলোচনা করেন। এই সফরের চূড়ান্ত বিবৃতিতে, সংযুক্ত আরব আমিরাত আবারও তিনটি ইরানি দ্বীপপুঞ্জ সম্পর্কে ভিত্তিহীন দাবির পুনর্ব্যক্ত করে।#

পার্সটুডে/এনএম/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন