বিশ্বের সবচেয়ে খাটো মানুষ ইরানি যুবক আফশিন মুহাম্মাদ
https://parstoday.ir/bn/news/iran-i117300-বিশ্বের_সবচেয়ে_খাটো_মানুষ_ইরানি_যুবক_আফশিন_মুহাম্মাদ
বিশ্বের সবচেয়ে খাটো মানুষ হিসেবে গিনেস-ওয়ার্ল্ড বুকে স্থান পেলো ইরানি এক যুবকের নাম।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ১৬, ২০২২ ১৭:০৬ Asia/Dhaka

বিশ্বের সবচেয়ে খাটো মানুষ হিসেবে গিনেস-ওয়ার্ল্ড বুকে স্থান পেলো ইরানি এক যুবকের নাম।

বার্তা সংস্থা ফার্স আরও জানিয়েছে ২০ বছর বয়সি ওই যুবকের নাম আফশিন (মুহাম্মাদ) কাদেরযাদেহ। তার দৈহিক উচ্চতা ৬৫.২৪ সেন্টিমিটার অর্থাৎ ২ ফিট দেড় ইঞ্চির একটু বেশি। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী আফশিনই জীবিত সবচেয়ে খাটো মানুষ হিসাবে স্বীকৃতি পেল।

আফশিনের পূর্ববর্তী শিরোপাধারী ছিলেন এডুয়ার্ড হার্নান্দেজ। কলম্বিয়ান নাগরিক হার্নান্দেজের উচ্চতা ছিল ৭০.২১ সেন্টিমিটার অর্থাৎ ২ ফুট সাড়ে ৩ ইঞ্চির মতো। ২০১০ সালে তিনি ওই শিরোপা লাভ করেন। এবার ইরানি যুবক কাদেরজাদেহ হার্নান্দেজের রেকর্ড ভাঙলেন। গতকাল দুবাইতে তাঁকে ওই স্বীকৃতি দেওয়া হয়েছে। স্বীকৃতি পেয়ে আফশিন কাদেরজাদেহ তাঁর প্রতিক্রিয়ায় বলেন: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস পরিবারের অংশ হতে পারা স্বপ্ন সত্যি হওয়ার মতো।

উত্তর-পশ্চিম ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশের বুকান শহরের একটি গ্রামের বাসিন্দা আফশিন কাদিরজাদেহ।#

পার্সটুডে/এনএম/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।