ইরানের জবাবের মুখে ইসরাইল টিকতে পারবে না: ইরানি সেনাপ্রধান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহীম মুসাভি বলেছেন, ইহুদিবাদী ইসরাইল যদি কোনো ধরনের শত্রুতাপূর্ণ তৎপরতা চালায় তাহলে ইরানের জবাব এতটাই কঠোর হবে যে, তার মুখে এই অবৈধ শক্তি টিকে থাকতে পারবে না। ইসরাইল থেকে যেকোনো ধরনের হুমকির কথাও তিনি নাকচ করে দেন।
জেনারেল আব্দুর রহিম মুসাভি বলেন, ইরান নিবিড়ভাবে প্রতিমুহূর্তে শত্রুদের প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণ করছে এবং শত্রুর যেকোনো হুমকি অংকুরে বিনষ্ট করার জন্য দেশের সামরিক বাহিনীর সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
ইরানের এ সেনা কমান্ডার বলেন, "ইরানের বিরুদ্ধে যদি কেউ হামলা চালায় তাহলে আমরা হামলার উৎপত্তিস্থল খুঁজে বের দাঁতভাঙ্গা জবাব দেবো।"
তিনি বলেন, রাজনৈতিক বিভক্তির কারণে ইহুদিবাদী ইসরাইল একদিকে সামরিক শক্তি প্রদর্শন করে ভেতরগত সংকট আড়াল করার চেষ্টা করছে অন্যদিকে, মধ্যপ্রাচ্যে নিজেকে অনিরাপদ ভাবছে। পাশাপাশি ফিলিস্তিনি ভূখণ্ডে দিন দিন প্রতিরোধ যোদ্ধাদের শক্তি বেড়ে চলার কারণে তারা শংকার মধ্যে রয়েছে। এসব কারণে ইহুদিবাদী ইসরাইল জটিল পরিস্থিতিতে পড়েছে। এসব কারণে ইহুদিবাদী ইসরাইল ফিলিস্তিনিদের বিরুদ্ধে অনেক বেশি সহিংস আচরণ করছে, আবার ইসলামি প্রজাতন্ত্র ইরানকে ভয় দেখানোর জন্য সামরিক শক্তি প্রদর্শন করছে। অথচ এই ইসরাইল আগের যেকোন সময়ের চেয়ে মধ্যপ্রাচ্ছে এখন ঘৃণ্য শক্তি হিসেবে চিহ্নিত।#
পার্সটুডে/এসআইবি/২২