মোসাদের চারটি দলকে সনাক্ত ও গ্রেফতার করলো নিরাপত্তা বাহিনী
https://parstoday.ir/bn/news/iran-i117502-মোসাদের_চারটি_দলকে_সনাক্ত_ও_গ্রেফতার_করলো_নিরাপত্তা_বাহিনী
ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় জানিয়েছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ইহুদিবাদী ইসরাইলের পক্ষে গুপ্তচরবৃত্তিতে তৎপর চারটি টিমকে গ্রেফতার করেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ২২, ২০২২ ১৬:২০ Asia/Dhaka
  • ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়
    ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়

ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় জানিয়েছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ইহুদিবাদী ইসরাইলের পক্ষে গুপ্তচরবৃত্তিতে তৎপর চারটি টিমকে গ্রেফতার করেছে।

বার্তা সংস্থা ইরনা আজ আরও জানায়, মন্ত্রণালয়ের তথ্য অনুসারে নিরাপত্তা বাহিনীর সদস্যরা দীর্ঘদিন ধরে নিরলস প্রচেষ্টা চালিয়ে মোসাদের ওই চার টিমকে সনাক্ত করে। চৌকষ পেশাদারি কৌশলে ওই চারটি টিমের সকল সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে নিরাপত্তা বাহিনী।

অবৈধ ইহুদিবাদী সরকার ইরানের কিছু এলাকায় গত কয়েক সপ্তার গোলযোগের সুযোগকে কাজে লাগায়। তারা তাদের অপারেশনাল টিমগুলোকে দিয়ে কয়েকটি সন্ত্রাসী অভিযান চালানোর ব্যর্থ চেষ্টা চালায়। ইরানের নিরাপত্তা বাহিনীর সদস্যরা ওই সন্ত্রাসী অভিযান চালানোর আগেই মোসাদের টিমের সকল সদস্যকে গ্রেফতার করে ফেলে।

গত সেপ্টেম্বরের শেষের দিকে ইরানের বেশ কিছু এলাকায় গোলযোগ দেখা দেয়। ওই গোলযোগের শুরু থেকেই নতুন ও পুরোণো কিছু আন্তর্জাতিক মিডিয়া নৈরাজ্য ছড়িয়ে দিতে আদাজল খেয়ে নামে।

ইরানে সংঘটিত ওই গোলযোগে আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলি নেতৃবৃন্দের পাশাপাশি ইউরোপের কোনো কোনো দেশ এবং তাদের মিডিয়াগুলোও ইন্ধন জোগায়। পশ্চিমা মদদপুষ্ট কিছু কিছু ফার্সি মিডিয়াও ইরানি জাতির অধিকারের প্রতি সমর্থনের স্লোগান দিয়ে মূলত ইরানের নিরাপত্তা বিনষ্টকারী দাঙ্গাবাজদের পৃষ্ঠপোষকতা দেয়।

অপরদিকে ইরানের লক্ষ লক্ষ জনগণ তাদের দেশ ও সরকারের সমর্থনে রাজপথে নেমে আসে। তারা নৈরাজ্যকারীদের তীব্র বিরোধিতা করে শ্লোগানে শ্লোগানে রাজপথ মুখরিত করে তুলে ব্যর্থ করে দেয় শত্রুদের সকল পরিকল্পনা।#

পার্সটুডে/এনএম/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।