এই অঞ্চলের সবচেয়ে শক্তিশালী গণতন্ত্র রয়েছে ইরানে: পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহিয়ান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, এই অঞ্চলে সবচেয়ে শক্তিশালী গণতন্ত্র রয়েছে ইরানে। গতকাল (বৃহস্পতিবার) স্পেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপে তিনি এ কথা বলেন।
ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, গোটা অঞ্চলের মধ্যে ইরানে শক্তিশালী গণতন্ত্র চর্চা হয়। ইউরোপ পুরো বিষয়কে একপেশে দৃষ্টিতে দেখছে যা গ্রহণযোগ্য নয়। হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেন, জাতিসংঘে নারীর মর্যাদা বিষয়ক কমিশনে ইরানের সদ্স্যপদ বাতিলের পদক্ষেপ আলোচনার সুযোগ নষ্টের প্রচেষ্টা ছাড়া আর কিছু নয়।
এ সময় তিনি স্পেনের জনগণ ও সরকারকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, আশাকরছি নতুন বছর মানুষের জন্য শান্তি ও স্থিতিশীলতা বয়ে আনবে এবং নানা ক্ষেত্রে তেহরান-মাদ্রিদ সম্পর্ক জোরদার হবে।
টেলিফোনালাপে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী আলোচনা চালিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন এবং সম্পর্ক জোরদারের কথা বলেন।#
পার্সটুডে/এসএ/২৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।