স্টারলিঙ্ক স্যাটেলাইটের তৎপরতার জন্য দেশীয় আইন মানতে হবে: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i117736-স্টারলিঙ্ক_স্যাটেলাইটের_তৎপরতার_জন্য_দেশীয়_আইন_মানতে_হবে_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী ঈসা জারেপুর বলেছেন, ইরানের আইন মেনে স্টারলিঙ্ক স্যাটেলাইটের তৎপরতা চালানো হলে তাতে কোনো আপত্তি থাকবে না।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ২৮, ২০২২ ১৮:০৫ Asia/Dhaka
  • ঈসা জারেপুর
    ঈসা জারেপুর

ইসলামি প্রজাতন্ত্র ইরানের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী ঈসা জারেপুর বলেছেন, ইরানের আইন মেনে স্টারলিঙ্ক স্যাটেলাইটের তৎপরতা চালানো হলে তাতে কোনো আপত্তি থাকবে না।

তিনি আজ (বুধবার) মন্ত্রিসভার বৈঠকের অবকাশে এ কথা বলেছেন।

জারেপুর আরও বলেন, যেসব কোম্পানি স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সেবা দেয় তারা ইরানে কাজ করলে তেহরান স্বাগত জানাবে। তবে এ ক্ষেত্রে দেশের আইন মেনে চলতে হবে।

মার্কিন ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন স্পেসএক্সের প্রায় ১০০টি স্টারলিংক স্যাটেলাইট ইরানের আকাশে সক্রিয় হতে যাচ্ছে বলে খবর প্রকাশিত হওয়ার পর আজ এই মন্তব্য করেন ইরানি মন্ত্রী।

মার্কিন থিংক ট্যাঙ্ক 'এফডিডি' দীর্ঘ দিন ধরে ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে ব্যাপক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এই সংগঠনটি এর আগে ইরানে বিশৃঙ্খলা সৃষ্টি করতে স্টারলিঙ্ক স্যাটেলাইট সক্রিয় করার প্রস্তাব দিয়েছে।#

পার্সটুডে/এসএ/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।