ইরানে বিশাল নৌ মহড়া শুরু; লক্ষ্যবস্তুতে নানা মডেলের ড্রোনের নিখুঁত আঘাত
https://parstoday.ir/bn/news/iran-i117828-ইরানে_বিশাল_নৌ_মহড়া_শুরু_লক্ষ্যবস্তুতে_নানা_মডেলের_ড্রোনের_নিখুঁত_আঘাত
ইরানের নৌবাহিনীর বিভিন্ন ইউনিট আজ (শুক্রবার) সকালে ওমান সাগরে দক্ষিণ উপকূল রক্ষার অনুশীলন করেছে। গতরাত থেকে নৌবাহিনী 'জুলফিকার-১৪০১' নামের যে মহড়া শুরু করেছে তার অংশ হিসেবে এই অনুশীলন চালানো হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ৩০, ২০২২ ১৯:১৭ Asia/Dhaka
  • ইরানে বিশাল নৌ মহড়া শুরু; লক্ষ্যবস্তুতে নানা মডেলের ড্রোনের নিখুঁত আঘাত

ইরানের নৌবাহিনীর বিভিন্ন ইউনিট আজ (শুক্রবার) সকালে ওমান সাগরে দক্ষিণ উপকূল রক্ষার অনুশীলন করেছে। গতরাত থেকে নৌবাহিনী 'জুলফিকার-১৪০১' নামের যে মহড়া শুরু করেছে তার অংশ হিসেবে এই অনুশীলন চালানো হয়েছে।

কৌশলগত হরমুজ প্রণালীর পূর্ব অংশ থেকে ভারত মহাসাগরের উত্তর প্রান্ত পর্যন্ত বিস্তৃত এলাকায় এই মহড়া চলছে।

চলমান মহড়ার মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলীরেজা শেইখ বলেছেন, 'নৌবাহিনীর সদস্যরা এই মহড়ায় উন্নত অস্ত্র ও সরঞ্জাম ব্যবহার করছে এবং গতরাতে তারা অন্ধকারের মধ্যে শত্রুর মোকাবেলায় আধুনিক প্রতিরক্ষামূলক কৌশল ব্যবহারের অনুশীলন সম্পন্ন করেছে।'

এই মহড়ায় বিভিন্ন ধরণের ড্রোন ব্যবহার করা হচ্ছে। আজকের মহড়ায় মোহাজের-৬ সহ কয়েকটি উন্নত ড্রোন কাজে লাগানো হয়েছে। এসব ড্রোন লক্ষ্যবস্তু চিহ্নিত করে সেখানে নিখুঁতভাবে আঘাত হেনেছে।

ইরানের তৈরি মোহাজের-৬ ড্রোন ৪০ কেজি ওজনের বিস্ফোরক বহন করতে সক্ষম বলে জানিয়েছেন মহড়ার মুখপাত্র।#

পার্সটুডে/এসএ/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।