স্পষ্ট করলেন আণবিক শক্তি সংস্থার প্রধান
ইরানে কোনো অঘোষিত পরমাণু তৎপরতা বা স্থাপনা নেই: ইসলামি
ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মাদ ইসলামি বলেছেন, তার দেশে কোনো অঘোষিত পরমাণু স্থাপনা বা তৎপরতা নেই।তিনি গতকাল (বুধবার) তেহরানে এক বক্তব্যে বলেন, “আমরা রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করছি যে, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ’র ঘোষিত স্থাপনাগুলোর বাইরে ইসলামি প্রজাতন্ত্র ইরানে কোনো অঘোষিত পরমাণু তৎপরতা বা স্থাপনা নেই।”
তিনি আরো বলেন, “আইএইএ’র সঙ্গে আমাদের সহযোগিতা অব্যাহত রয়েছে এবং সংস্থাটির প্রধান রাফায়েল গ্রোসি ইরান সফরে আসতে নিজের প্রস্তুতি ঘোষণা করেছেন। সফরের পরিকল্পনা, বিষয়বস্তু এবং লক্ষ্য-উদ্দেশ্য স্থির হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এ সফর অনুষ্ঠিত হবে।”
পাশ্চাত্যের সঙ্গে ইরানের ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা বাস্তবায়নের ব্যাপারে পশ্চিমা দেশগুলোর সিদ্ধান্তহীনতার প্রতি ইঙ্গিত করে ইসলামি বলেন, বারবার তাদের অবস্থান পরিবর্তন ইরানের বিরুদ্ধে তাদের প্রচারণা যুদ্ধ এবং কপটতাকে প্রমাণ করেছে। ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান বলেন, তার দেশ স্বচ্ছতায় বিশ্বাসী এবং আইএইএ’র জন্য সম্ভাব্য সব রকম অস্পষ্টতা দূর করতে তেহরান প্রস্তুত রয়েছে।
পাশ্চাত্যের সঙ্গে ইরানের ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে আমেরিকা ২০১৮ সালে বেরিয়ে গেলে চুক্তিটি অকার্যকর হয়ে পড়ে। সেটিকে আবার কার্যকর করতে গত কয়েক বছর ধরে আলোচনা চললেও তা থেকে চূড়ান্ত কোনো ফল বের হয়ে আসছে না।
এক্ষেত্রে আইএইএ’র পক্ষ থেকে ইরানের সঙ্গে অপেশাদার আচরণ অন্যতম প্রতিবন্ধকতা হিসেবে কাজ করছে। পশ্চিমা দেশগুলো ইরানের পরমাণু তৎপরতার ব্যাপারে আইএইএ’র পক্ষ থেকে সবুজ সংকেতের অপেক্ষায় থাকলেও সংস্থাটি কোনো সংকেত দিচ্ছে না।#
পার্সটুডে/এমএমআই/১৯