জার্মানির উচিত পশ্চিম তীরে ইহুদিবাদীদের অপরাধযজ্ঞের প্রতি দৃষ্টি দেওয়া
(last modified Mon, 30 Jan 2023 09:43:52 GMT )
জানুয়ারি ৩০, ২০২৩ ১৫:৪৩ Asia/Dhaka
  • নাসের কানয়ানি সাফি
    নাসের কানয়ানি সাফি

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইরান সম্পর্কে জার্মান চ্যান্সেলরের হস্তক্ষেপমূলক অবস্থানের পুনরাবৃত্তির ব্যাপারে প্রতিক্রিয়া দেখিয়েছেন। নাসের কানয়ানি সাফি বলেছেন: জার্মান দাবিদারদের উচিত, জর্ডান নদীর পশ্চিম তীরে ইহুদিবাদীরা যেভাবে অপরাধযজ্ঞ চালাচ্ছে সেদিকে মনোযোগ দেওয়া।

জার্মান চ্যান্সেলর ওলাফ শোলৎজ সম্প্রতি আর্জেন্টিনা সফরে গেছেন। সেখানে তিনি জেনিনে ফিলিস্তিনি জনগণের ওপর নতুন করে চালানো হামলার প্রতি কোনোরকম ইঙ্গিত না করে উল্টো ইরানের সরকার ব্যবস্থার বিরুদ্ধে হস্তক্ষেপমূলক বক্তব্য দিয়েছেন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জার্মান চ্যান্সেলরের ওই হস্তক্ষেপকামী বক্তব্যের জবাবে জেনিনে কদিন আগে সংঘটিত ইসরাইলি হত্যাকাণ্ডের দিকে নজর দেয়ার আহ্বান জানান। ভয়াবহ ওই হত্যাকাণ্ডের ব্যাপারে ওলাফ শোলৎজ টু শব্দটিও করে নি।

গত ২৬ জুলাই পশ্চিম তীরের জেনিন শহরে ইসরাইলি সেনারা ন্যাক্কারজনকভাবে নতুন করে আগ্রাসন চালায়। তাদের হামলায় ১২ ফিলিস্তিনি শহীদ এবং আরও ২০জন আহত হয়। কানয়ানি ওই বর্বর হামলার প্রতি জার্মানে চ্যান্সেলরের উদাসীনতার সমালোচনা করেন। তিনি বলেন: ওলাফ শোলৎজ অকারণ পক্ষপাত দেখিয়ে আবারও প্রমাণ করলেন তিনি এখনও ইতিহাসের ভুল প্রান্তে দাঁড়িয়ে আছেন।

কানানি বলেন: দুর্ভাগ্যজনকভাবে দেখা যাচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাস্ত জার্মানির কোনো কোনো ব্যর্থ নেতা সেই একই ধরনের আচরণ করছেন। তারা এখন 'মানবাধিকারের মাধ্যমে শক্তি' প্রকল্পের হাতিয়ার ব্যবহার করে নিজেদের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে চাচ্ছেন। এমনকি তারা নিজেদেরকে এক্ষেত্রে নেতা এবং অগ্রগামী হিসেবেও বিবেচনা করছেন। তারাও তাদের পূর্ববর্তী নেতাদের মতোই ব্যর্থতার পথ অনুসরণ করছেন বলে ইরানের এই কূটনীতিক মন্তব্য করেন।#

পার্সটুডে/এনএম/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।