মার্কিন ও ফরাসি বাহিনীর হাতে অস্ত্র আটক হওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান
(last modified Thu, 02 Feb 2023 12:55:28 GMT )
ফেব্রুয়ারি ০২, ২০২৩ ১৮:৫৫ Asia/Dhaka
  • মার্কিন ও ফরাসি বাহিনীর হাতে অস্ত্র আটক হওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

ফরাসি ও মার্কিন বাহিনীর হাতে অস্ত্র আটক হওয়ার খবর প্রত্যাখ্যান করেছে ইরান। ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি চাফি আজ (বৃহস্পতিবার) বলেছেন, আগ্রাসীদের কাছে অস্ত্র রপ্তানিকারক এবং ইয়েমেনের মজলুম জাতির অবরোধে সহযোগিতাকারী দেশগুলো অন্যকে অপবাদ দেওয়ার অধিকার রাখে না, এ ধরণের অবস্থায় তারা নেই।

বিশ্ব জনমতকে বিভ্রান্ত করতে এবং অসৎ রাজনৈতিক উদ্দেশ্যে এ ধরণের খবর ছড়ানো হয়েছে বলে জানান এই মুখপাত্র। 
এ সময় তিনি ইয়েমেনে সৌদি আরব ও তার মিত্র দেশগুলোর ভয়াবহ আগ্রাসনের কথা স্মরণ করেন এবং সেখানে যুদ্ধ বন্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানান। 

২০১৫ সাল থেকে দরিদ্র প্রতিবেশী দেশ ইয়েমেনে আগ্রাসন চালাচ্ছে সৌদি আরব ও তার কয়েকটি মিত্র দেশ। এই হামলায় ইউরোপের দেশগুলোও নানাভাবে সহযোগিতা করছে। পাশ্চাত্যের কাছ থেকে অস্ত্র কিনে সেগুলো ইয়েমেনে ব্যবহার করছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। 

এ অবস্থায় আজ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে ইরানকে জড়িয়ে একটি খবর ছড়িয়ে দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, ইরানের পাঠানো হাজার হাজার অ্যাসল্ট রাইফেল ও বিপুল গোলাবারুদ জব্দ করেছে ফ্রান্স এবং যুক্তরাষ্ট্র। এসব অস্ত্র জব্দ করতে ফ্রান্সকে সহায়তা করেছে মার্কিন নৌ বাহিনী। কিন্তু এ ধরণের খবর সত্য নয় বলে জানিয়েছে ইরান।# 

পার্সটুডে/এসএ/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ