ইসরাইলকে কষ্টদায়ক জবাব দেওয়া হয়েছে: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i119492-ইসরাইলকে_কষ্টদায়ক_জবাব_দেওয়া_হয়েছে_ইরান
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র মুখপাত্র রামাজান শরিফ বলেছেন, ইহুদিবাদীদেরকে কষ্টদায়ক জবাব দেওয়া হয়েছে। রাশিয়ার বার্তা সংস্থা স্পুতনিক-কে দেওয়া এক সাক্ষাতকারে তিনি গতকাল (বৃহস্পতিবার) এ কথা বলেছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ১০, ২০২৩ ১৭:১১ Asia/Dhaka
  • রামাজান শরিফ
    রামাজান শরিফ

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র মুখপাত্র রামাজান শরিফ বলেছেন, ইহুদিবাদীদেরকে কষ্টদায়ক জবাব দেওয়া হয়েছে। রাশিয়ার বার্তা সংস্থা স্পুতনিক-কে দেওয়া এক সাক্ষাতকারে তিনি গতকাল (বৃহস্পতিবার) এ কথা বলেছেন।

তিনি আরও বলেছেন, ইরানে ইসরাইলি হামলা ব্যর্থ হয়েছে, এরিমধ্যে তারা কষ্টদায়ক জবাব পেয়েছে। খুব শিগগিরই তাদের আচরণে তা স্পষ্ট হয়ে উঠবে।

তবে এ বিষয়ে আর ব্যাখ্যা দেননি আইআরজিসি'র মুখপাত্র।

আইআরজিসি'র মুখপাত্র আরও বলেছেন, জাতীয় স্বার্থ ও জননিরাপত্তা রক্ষায় ইরান দৃঢ় প্রতিজ্ঞ এবং এ ক্ষেত্রে সব ধরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র এই মুখপাত্র কয়েক দিন আগে ইসরাইলকে উপযুক্ত জবাব দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন।ইয়েমেনের আল-মাসিরা টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ইরানের ইস্ফাহানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি ওয়ার্কশপে ব্যর্থ ড্রোন হামলার সঙ্গে জড়িতরা উপযুক্ত জবাব পাবে এবং তারা অনুশোচনা করতে বাধ্য হবে।

গত ২৮ জানুয়ারি ইরানের ইস্ফাহানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি ওয়ার্কশপে ড্রোনের সাহায্যে হামলার চেষ্টা চালায় ইরানের শত্রুরা। কিন্তু ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আঘাতে তা ধ্বংস হয়। এছাড়া ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনী আরও দু'টি ড্রোনে কৌশলে বিস্ফোরণ ঘটাতে সক্ষম হয়।#

পার্সটুডে/এসএ/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।