তেহরানের আজাদী স্কয়ার ও মিলাদ টাওয়ারে বিপ্লববার্ষিকীর রাতে আলোকসজ্জা
https://parstoday.ir/bn/news/iran-i119536
ইসলামী প্রজাতন্ত্র ইরানে আজ পালন করা হচ্ছে মহান ইসলামী বিপ্লবের ৪৪ তম বিজয়বার্ষিকী। গৌরবময় ৪৪ বছর পেরিয়ে হাজার বছরের সেরা ইরানের ইসলামী বিপ্লব বিজয় বার্ষিকী পালন করতে দেশটির প্রতিটি শহর, গ্রাম ও বন্দরে মহান বিজয়বার্ষিকীর শোভাযাত্রায় শরিক হয়েছেন সর্বস্তরের লাখো কোটি জনগণ।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
ফেব্রুয়ারি ১১, ২০২৩ ১৪:৫৩ Asia/Dhaka

ইসলামী প্রজাতন্ত্র ইরানে আজ পালন করা হচ্ছে মহান ইসলামী বিপ্লবের ৪৪ তম বিজয়বার্ষিকী। গৌরবময় ৪৪ বছর পেরিয়ে হাজার বছরের সেরা ইরানের ইসলামী বিপ্লব বিজয় বার্ষিকী পালন করতে দেশটির প্রতিটি শহর, গ্রাম ও বন্দরে মহান বিজয়বার্ষিকীর শোভাযাত্রায় শরিক হয়েছেন সর্বস্তরের লাখো কোটি জনগণ।

গতকাল রাতে আজাদি স্কয়ারে বিশেষ আলোকসজ্জা দেখতে সেখানে জড়ো হন নারী, শিশু ও বৃদ্ধসহ সর্বস্তরের মানুষ। এছাড়া তেহরানের মিলাদ টাওয়ারে আলোকসজ্জা দেখতে ভিড় জমান অসংখ্য মানুষ।