ইরানের জাতীয় স্বার্থ রক্ষা করাই একমাত্র কৌশল: আইআরজিসি
https://parstoday.ir/bn/news/iran-i119608-ইরানের_জাতীয়_স্বার্থ_রক্ষা_করাই_একমাত্র_কৌশল_আইআরজিসি
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি বলেছে, ইরানের জাতীয় স্বার্থ রক্ষা করা এবং দেশের জনগণের প্রয়োজন মেটানোই হচ্ছে এই বাহিনীর সুস্পষ্ট এবং একমাত্র কৌশল। শনিবার উদযাপিত ৪৪তম বিপ্লব বার্ষিকীর র‍্যালিতে ব্যাপক মাত্রায় জনগণের অংশগ্রহণেরও প্রশংসা করেছে আইআরজিসি।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ১৩, ২০২৩ ১১:১৮ Asia/Dhaka
  • ৪৪তম বিপ্লব বার্ষিকীর র‍্যালি
    ৪৪তম বিপ্লব বার্ষিকীর র‍্যালি

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি বলেছে, ইরানের জাতীয় স্বার্থ রক্ষা করা এবং দেশের জনগণের প্রয়োজন মেটানোই হচ্ছে এই বাহিনীর সুস্পষ্ট এবং একমাত্র কৌশল। শনিবার উদযাপিত ৪৪তম বিপ্লব বার্ষিকীর র‍্যালিতে ব্যাপক মাত্রায় জনগণের অংশগ্রহণেরও প্রশংসা করেছে আইআরজিসি।

গতকাল (রোববার) এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, র‍্যালিতে লাখ লাখ মানুষের অংশগ্রহণ আরো একবার ইরানের শত্রুদের ভুল হিসাব নিকাশকে চ্যালেঞ্জ করেছে। বিপ্লব বার্ষিকীর বিজয় র‍্যালিতে জনগণের ব্যাপক অংশগ্রহণ শত্রুদের জন্য কৌশলগত হতাশা এবং অপমান হিসেবে বিবেচনা করা যায় বলে আইআরজিসি উল্লেখ করেছে। শত্রুদের গোপন সব ষড়যন্ত্র সম্পর্কে আইআরজিসি সজাগ রয়েছে বলেও জানিয়েছে এই বাহিনী।
শনিবার ইরানজুড়ে বিপ্লব বিজয়ের ৪৪তম বার্ষিকী উদযাপন করা হয়। দেশের লাখ লাখ মানুষ এ অনুষ্ঠানে যোগ দেয়। ১৯৭৯ সালের ১১ই ফেব্রুয়ারি ইরানে সফল হওয়া বিপ্লবের বার্ষিকী হিসেবে এই সমস্ত মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। এই বিপ্লবের মধ্যদিয়ে ইরানে পাহলভী শাসনের অবসান হয় এবং ইমাম খোমেন (রহ) -এর নেতৃত্বে জনগণের ইসলামি সরকার প্রতিষ্ঠিত হয়।#
পার্সটুডে/এসআইবি/এনএম/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।